দাপুটে জয়ে সুপার টেনে বাংলাদেশ

ধর্মশালার আবহাওয়া যে বড়ই বৈচিত্র্যপূর্ণ তা কারোরই অজানা নয়। তার প্রমাণ মেলেছে বোরবার বাংলাদেশ-ওমান ম্যাচে। এই বৃষ্টির বাগড়ায় দুবার খেলা বন্ধ হওয়ার পর আবার মাঠে গড়িয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫৪ রানের বিশাল ব্যবধানে।
বৃষ্টিতে দুবার বন্ধ হওয়ায় ওমানের সামনে কঠিন লক্ষ্য দাঁড়ায়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তাদের সামনে লক্ষ্য দেওয়া হয় ১২ ওভারে ১২০ রান। কিন্তু নির্ধারিত ১২ ওভারে তারা তুলেছে মাত্র ৬৫ রান। হারিয়েছে ৯ উইকেট। তাই বড় ব্যবধানেই হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওমান। বাংলাদেশ দাপুটে জয়ে সুপার টেনে উঠে যায়।
এর আগে বৃষ্টির বাগড়ায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানের বিপক্ষে এই ম্যাচটি আবার শুরু হয়েছিল। তাই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওমানের সামনে ছিল কঠিন লক্ষ্য, জিততে হলে ১৬ ওভারে ১৫২ রান করতে হতো তাদের।
কিন্তু অল্প কিছুক্ষণ খেলা হওয়ার পর আবার বৃষ্টি হানা দেয়। তাই আবার খেলা বন্ধ হয়ে যায়। ১ দশমিক ২ ওভারে তারা দলের ইনিংসে যোগ করে মাত্র চার রান। হারায় দুই উইকেট।
তাই ওমানের কঠিন লক্ষ্য এসে পড়ে। মাত্র ২২ বলে ৭৫ করতে রান করতে হবে আইসিসির সহযোগী সদস্য দেশটিকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওমান ৬০ রানে ৮ উইকেট হারিয়ে বসেছে। বাংলাদেশ জয়ের সুবাতাস পাচ্ছে।
এর আগে প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ ওভার শেষে ওমানের স্কোর ছিল ২ উইকেট হারিয়ে ৪১ রান।
প্রথম ওভারে মাহমুদের উইকেট হারানোর পর চতুর্থ ওভারে আরেকটি ধাক্কা খেয়েছে ওমান। আরেক ওপেনার খাউয়ার আলীর উইকেট তুলে নিয়েছেন আল-আমিন হোসেন। বৃষ্টি শুরুর আগে তৃতীয় উইকেটে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছিলেন আদনান ইলিয়াস ও জতিন্দর সিং।
মূল পর্বে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে সব আলো অবশ্য তামিম ইকবালই কেড়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর প্রথম বাংলাদেশী হিসেবে শতরানের ইনিংসও খেলেছেন এই বাঁহাতি ওপেনার। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতিতে করলেও তামিমের ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে বাংলাদেশ পেয়েছে ১৮০ রানের বড় সংগ্রহ। তামিমের পাশাপাশি দারুণভাবে জ্বলে উঠেছিলেন সাব্বির রহমানও। ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শেষপর্যায়ে উইকেটে এসে সাকিব আল হাসানও দেখিয়েছেন বিধ্বংসী চেহারা। খেলেছেন ৯ বলে ১৭ রানের ইনিংস।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে টস হেরেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ওমানের অধিনায়ক সুলতান আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন