দীর্ঘদিন পর পর্দায় বাস্তবের প্রেমিকযুগল মাধুরী-সঞ্জয়

নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। কিন্তু পর্দার আড়ালে প্রেমে পরে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আর মুম্বাই হামলার সাথে সঞ্জয়ের জড়িয়ে পড়ায় ছিন্ন হয় তাদের সম্পর্ক। পর্দার বাইরেতো বটেই,বরং এরপর আর পর্দায় একসঙ্গে কোনো সিনেমাতেও দেখা যায়নি তাদের। তবে সম্পর্কের সমস্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ প্রায় দেড় যুগ পর একসঙ্গে অভিনয়ে ফিরছেন সঞ্জয়-মাধুরী!
নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি বলা হয় তুমুল জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত জুটিকে। ১৯৯৩ সালে ব্লকবাস্টার ছবি ‘খলনায়ক’ মুক্তি পেলে বলিউডের সুপারহিট জুটি হিসেবে বিবেচিত হয় এই জুটি।
এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্কও। কিন্তু সেসময় মুম্বাই হামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্ত গ্রেপ্তার হলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন মাধুরী। এরপর আর কোনো সিনেমায় অভিনয়ও করেননি তারা। তবে এবার শোনা যাচ্ছে সেই তুমুল জনপ্রিয় জুটিকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বিধু বিনোদ চোপড়া।
‘মার্কো বহু’ নামের সিনেমায় দূর্ঘদিন পর জুটি হতে পারেন মাধুরী-সঞ্জয়। বিধু বিনোদ চোপড়ার প্রথম দিকের ছবি ‘ফারিন্দি’তেও জুটি হয়েছিলেন তারা। নতুন এই ছবিতে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। সঞ্জয় ছবিতে অভিনয় করতে কোনো আপত্তি জানাননি, তবে বিধুর এই প্রস্তাব ভেবে দেখার জন্য সময় নিয়েছেন মাধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন