দীর্ঘ নীরবতার পর হঠাৎ করে এবার ‘আড়াল’ ভাঙলেন বুবলি

রংবাজ’ সিনেমার মহরতের পরে আড়ালে চলে গিয়েছিলেন ঢালিউডের সাম্প্রতিককালের আলোচিত নায়িকা শবনম বুবলি। কিন্তু হঠাৎ করে আড়াল ভাঙলেন ‘রংবাজ’ সিনেমার নায়িকা।
দীর্ঘদিনের আড়াল ভেঙে শাকিব পত্নীর প্রত্যাবর্তনের পর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি।
যদিও ‘রংবাজ’ সিনেমার মহরত অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। কিন্তু সেখানে বেশ কৌশলী অবস্থানেই ছিলেন তিনি ।
কেরিয়ারের শুরু থেকে নিজের সিনেমার দৃশ্যধারণের সময়কার ছবি ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে ভক্তদের জন্য শেয়ার করতেন বুবলি। কিন্তু ‘রংবাজ’ সিনেমার ক্ষেত্রে হঠাৎই বদলে গেলো দৃশ্যপট।
এই সিনেমার শুটিং স্পটের কোনো ছবি নিজের ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে তিনি শেয়ার করছিলেন না।
কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই ভক্তদের জন্য ‘রংবাজ’ সিনেমার দৃশ্যধারণের সময়ের নিজের একটি ছবি তার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। শুধু তাই নয়, ছবি শেয়ার করার সময় ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাভড দ্য প্লেস আ লট’।
প্রায় দুইমাস পরে ভক্তদের জন্য নিজের ছবি আপলোডের মাধ্যমে আড়াল ভাঙলেন শাকিব বলয়ের নায়িকা বুবলি। কিন্তু এরআগে বেশিরভাগ আপলোড করা ছবিগুলোতে শাকিব খান থাকলেও এবার তার আড়াল ভাঙার ছবিতে নেই শাকিব।
তাহলে কি শাকিব-বুবলির মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে? নাকি শুধুমাত্র ছবি আপলোড করাকে কেন্দ্র করে শাকিব পত্নী অপুর সঙ্গে নতুন কোনো বিতর্ক তৈরির সম্ভাবনাকে এড়িয়ে গেলেন শাকিবের অন্যতম আলোচিত এই নায়িকা।
সুইজারল্যান্ড ও ইতালিতে ‘রংবাজ’ সিনেমার গানের দৃশ্যধারণের উদ্দেশে সম্প্রতি দেশ ছাড়েন শাকিব-বুবলি জুটি। বর্তমানে সুইজারল্যান্ডে চলছে সিনেমার রোমান্টিক গানের দৃশ্যধারণের কাজ।
এই সিনেমায় তিনি জুটিবেঁধে অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে । চতুর্থবারের মত এই সিনেমার মাধ্যমে আবারো পর্দায় জুটি বাঁধলেন তারা। আসছে ঈদুল ফিতরে মুক্তি সম্ভাব্য সিনেমার তালিকায় রয়েছে যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমার নাম।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন