রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই কনেস্টেবলের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ

রাজধানীর শাহবাগ এলাকায় এক ডিম বিক্রেতার টাকা ছিনতাইয়ের ঘটনায় ট্রাফিক কনেস্টেবল লতিফুজ্জামানকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ডিম বিক্রেতার আবদুল বাছির বাদি হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থানায় একটি মামলা করেছেন। আজ ট্রাফিক কনেস্টেবল লতিফুজ্জামানকে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড চাইবে পুলিশ। এ ঘটনায় তার আরেক সহযাগি ট্রাফিক কনেস্টেবল রাজিব খন্দকারকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে ট্রাফিক পুলিশের উপ-কমিশনারের কার্যালয় থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় আনা হয়েছে। আজ শনিবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে এদের দুইজনকে আদালতে পাঠানো হবে।

এদিকে পুলিশের এই দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ও তাদের বিরুদ্ধে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল আলমকে এই কমিটির প্রধান করা হয়েছে। বাকীরা হলেন- গুলশান বিভাগের সহকারী কমিশনার নুসরাত জাহান মুক্তা ও সহকারী কমিশনার (প্রশাসন) সাইকা পাশা।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, এই দুই কনেস্টেবলের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন, সাময়িকভাবে বরখাস্ত করা এবং তাদেরকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ‘আমরা কারো ব্যক্তিগত অপকর্মের দায় নিবো না। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে বিশৃঙ্খলা ও অপকর্মের কোনো ছাড় নেই। লতিফুজ্জামানের অপরাধ প্রমাণিত হলে ছাড় দেয়া হবে না।’

পুরান ঢাকার লালবাগ কেল্লা মোড় এলাকায় ডিমের চালান সরবরাহ করে শুক্রবার ভোরে ভ্যানে চড়ে ফিরছিলেন ডিম ব্যবসায়ী আবদুল বাছির। তেজগাঁও স্টেশন রোডের আড়তে ফেরার পথে হোটেল সোনারগাঁও মোড়ের সামনে একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো ল ২৭-৪৭৪৩) আসা দুই আরোহী তার পথরোধ করেন। আরোহী দুজনেই পুলিশের পোশাক পরিহিত ছিল। প্রথমে মোটরসাইকেল আরোহীর একজন বাছিরের কাছে গাঁজা আছে কি না জানতে চান। এরপর আর কি আছে জানতে চান। ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে বলে জানান বাসির।

এই টাকা দেখেই তা ছিনিয়ে নেন মোটরসাইকেল আরোহীদের একজন। তবে বাছির জাপটে ধরে ফেলেন তাকে। আরেকজন পালিয়ে যায়। এ সময় কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তাকে তুলে দেয়া হয়। পরে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানা সূত্রে জানা গেছে, আটক ওই ব্যক্তি নিজেকে লতিফুজ্জামান বলে পরিচয় দেন। তার গ্রামর বাড়ি শেরপুর জেলায়। লতিফ ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (উত্তর) কনস্টেবল পদে চাকরি করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল