শনিবার, নভেম্বর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই কিশোরকে বেঁধে গিঁটে গিঁটে পেটানো নির্যাতনের দৃশ্যের ভিডিও! (ভিডিও সহ)

সিলেটের রাজন ও খুলনার রাকিবের নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজশাহীতে একই কায়দায় দুই কিশোরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। মোবাইল ফোন চুরির অভিযোগ এনে দুই কিশোরকে বেঁধে গিঁটে গিঁটে পেটানো হয়েছে। আর সেই নির্যাতনের দৃশ্যের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামে। গত শুক্রবারের এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোর জাহিদ হাসানের বাবা ইমরান হোসেন পবা থানায় মামলা দায়ের করেছেন।

রাজশাহীর পবা উপজেলায় দুই কিশোরকে পেটানোর দৃশ্য মোবাইলে ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
গতকাল শনিবার দিবাগত রাতে ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নির্যাতনের শিকার কিশোর জাহিদ হাসানকে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার বাগসারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অপর কিশোর একই এলাকার মাসুদ রানার ছেলে ইমনের (১৩) কোনো খোঁজ পাওয়া যায়নি। তার বাবা-মা নেই। সে দাদা-দাদির কাছেই থাকে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার সকালে চৌবাড়িয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাকিবের একটি মোবাইল ফোন চুরি হয়। ফোন চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে কয়েকজন যুবক প্রথমে মৃত মাসুদ রানার ছেলে ইমনকে ধরে নিয়ে যায় ফজলুর বাড়িতে।

পরে নানার বাড়ি বেড়াতে যাওয়ার সময় রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয় জাহিদ হাসানকে।

শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দুই কিশোরকে ঘরের মধ্যে আটকে রেখে বেঁধে লাঠি দিয়ে পেটানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

এদের মধ্যে একজন মোবাইল ফোনে ওই নির্যাতনের দৃশ্য ধারণ করে। নির্যাতনের পরও দুই কিশোর মোবাইল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার না করায় তাদের ছেড়ে দেওয়া হয়।

মোবাইলে ধারণ করা এক মিনিট ছয় সেকেন্ডের ভিডিও দৃশ্যে দেখা যায়, দুই কিশোরকে একটি ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতন করছে কয়েকজন ব্যক্তি। দুই কিশোরকে পাশাপাশি মাটিতে ফেলে তাদের পায়ের পাতা ওপরের দিকে তুলে ধরে রাখে দু-তিনজন। আর বাঁশের মোটা লাঠি দিয়ে দুজন অনবরত তাদের পায়ের পাতায় ও গিঁটে গিঁটে পেটাচ্ছে। নির্যাতনে যাতে কিশোররা বাধা দিতে না পারে, এ জন্য তাদের দুই হাত রশি বেঁধে দেওয়া হয়। থেমে থেমে চলে এ নির্যাতন।

নির্যাতনের মুখে চিৎকার করে কিশোররা মোবাইল চুরির কথা অস্বীকার করছে। নির্যাতনকারীদের মধ্যে একজনের গায়ে খয়েরি রঙের জ্যাকেট রয়েছে। চুল ছোট করে ছাঁটা। জ্যাকেটের পেছনে ইংরেজিতে লেখা রয়েছে ‘নাসির’। নির্যাতনকারী আরেকজনের চুলও এমন ছোট করে ছাঁটা ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
  • মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড
  • বেনজীরের ঢাবি’র পিএইচডি ডিগ্রি বাতিলের প্রস্তাব
  • মতিউর গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন