দুই টেস্ট খেলতে ২৮ সেপ্টেম্বর আসছে অস্ট্রেলিয়া
মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। অজিদের এই সফরসূচিতে নেই কোনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আনুষ্ঠানিকভাবে সফরসূচি প্রকাশ করেছে। এর আগে সফরসূচি চূড়ান্ত করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড-সিএ।
আগামী ৩ অক্টোবর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে অজিরা। এর পর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। আর ১৭ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে মিরপুরে।
অস্ট্রেলিয়ার এই সংক্ষিপ্ত সফরে কোনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি নেই। এতে হতাশ টাইগার সমর্থকরা। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আসলে এই সূচি কয়েক বছর আগেই চূড়ান্ত হয়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু তারাই ওয়ানডে খেলতে চায়নি।’
কোনোভাবে ওই সফরে ওয়ানডে সিরিজ জুড়ে দেয়া যায় কিনা, এমন সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি। একটি টেস্ট বাদ দিয়ে তিনটি ওয়ানডে খেলার বিকল্প প্রস্তাব দিলেও লাভ হবে না। শেষ পর্যন্ত তার কথাই সত্য হলো।ইংল্যান্ডে প্রায় তিন মাসের সফর শেষে কদিনের বিশ্রাম। এর পরই বাংলাদেশ সফর। বাংলাদেশ সফরের পর পরই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন