দুই নাম্বারে নেমে গেল বার্সেলোনা
গোলশূন্য একটি ড্র দিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করলো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার খেলায় শনিবার রাতে বার্সেলোনা ও এসপানিয়লের যে ম্যাচ ছিল সেখানেই গোলশূন্য ড্র পেয়েছে তারকাখচিত বার্সা বাহিনী।
গত ৩১ ম্যাচের মধ্যে এই প্রথম গোলশূন্য ড্র করলো লুইস এনরিকের শিস্যরা। একই রাতে একদিকে, মেসি-নেইমাররা পেয়েছে গোলশূন্য ড্র আর অন্যদিকে, লেভান্তেকে হারিয়ে বার্সার প্রতিদ্বন্দ্বী দল অ্যাতলেতিকো মাদ্রিদ পেয়েছে জয়।
ফলে, সব মিলিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনাকে ছাড়িয়ে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচের পর বার্সেলোনা নেমে গেছে লা লিগার পয়েন্ট তালিকার দুই নাম্বারে আর অ্যাতলেতিকো দখল করেছে শীর্ষ অবস্থান।
লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজের বার্সেলোনার বিপক্ষে শুরু থেকেই লড়াকু ছিল এসপানিয়ল। তবে শনিবার রাতে এসপানিয়লের মাঠে মেসি আর সুয়ারেজের গোলের সকল প্রচেষ্টা বাধা পায় গোলপোস্টে। বলা যায় ভাগ্যও খুব একটা সহায় ছিলনা বার্সার।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় অবস্থানে লুইস এনরিকের দল বার্সেলোনা। আর ১৮ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ।
২০১৫ সালে ৫টি শিরোপা জয়ের পাশাপাশি রেকর্ড ১৮০টি গোল করার রেকর্ড করেছে বার্সেলোনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন