দুই মন্ত্রীর মন্ত্রিত্ব থাকছে কিনা?

আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দণ্ডিত হওয়ায় তাদের মন্ত্রিত্ব থাকছে কিনা, কিংবা মন্ত্রিত্বের শপথ ভঙ্গ হয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।
এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা জানিয়েছেন সিনিয়র আইনজীবীরাও। এর আগে আদালত আবমাননার অভিযোগ শুনানি করে দুই মন্ত্রীর নিশঃর্ত ক্ষমার আবেদন খারিজ করে দেন আদালত। দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডেও দণ্ডিত করে আদালত।
তাদের মন্ত্রিত্ব থাকবে কিনা এমন প্রশ্নে বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এবং কামরুল ইসলামের আইনজীবী বাসেত মজুমদার বলেন, ‘তাদের মন্ত্রীত্বের শপথ ভঙ্গ হয়েছে কিনা সেটি আদালত এখনো ক্লিয়ার করেনি। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে এ ব্যাপারে মন্তব্য করা যাচ্ছে না।’
এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ‘আদালত তাদের কনভিক্টেড বলেছেন, কিন্তু পুর্ণাঙ্গ রায়ের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
এ বিষয়ে মোজাম্মেল হকের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকও কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে বিষয়টি নিয়ে আইনি ধোঁয়াশা তৈরি হয়েছে, যা হয়তো কাটবে পূর্ণাঙ্গ রায়েই।
এই সংক্রান্ত আরো সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে নতুন সংগঠনের ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন গঠন করতে যাচ্ছেনবিস্তারিত পড়ুন

যেভাবে নির্ধারণ হবে ‘জুলাই যোদ্ধাদের’ ক্যাটাগরি
চলমান সপ্তাহেই বা শিগগিরই “জুলাই অধিদপ্তর” আত্মপ্রকাশ করবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

তারেক রহমান: জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব ছাড়া রাষ্ট্রের সংস্কার সফল হবে না
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিদের হাতেবিস্তারিত পড়ুন