দুটো নো বলকেই দুষলেন ধোনি
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে যায় ভারত। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত জয়ী হয় গেইলরা। ১৯৩ রান করেও ফাইনালে যেতে না পারার কারণ ব্যাখ্যা দিয়েছেন ধোনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, দুটি নো বলের কারণেই আমরা হেরেছি। তাছাড়া এখানকার কন্ডিশনও ভাল না ছিল না।
ভারত অধিনায়ক বলেন, ‘দেখুন আমরা শুরু থেকেই বেশ ভালো করেছি কিন্তু যখন দলের উইকেটের অনেক প্রয়োজন ছিল তখন আমরা দুটি নো বল দিয়েছে। এই দুটো বলই খেলার পার্থক্য গড়ে দিয়েছে। নো বলের পরে ফ্রি হিট থাকে সেটিতে বেশ ভালোই রান করেছে সিমন্স। আর তাতেই আমরা ম্যাচটা হেরে গেছি।’
তিনি আরও বলেন, “প্রত্যেক বোলার দায়িত্ব নিয়ে বল করেছে। একটা সময় ম্যাচটা আমাদের হাতেই ছিল। কিন্তু ওই দুটি নো বল না হলে ফলাফল ভিন্নও হতে পারতো।
কন্ডিশনের কথা বলতে গিয়ে ধোনি বলেন, ‘প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসে উইকেটের অবস্থা এক রকম ছিল না। প্রথম ইনিংসে স্পিন টার্ন করলেও দ্বিতীয় ইনিংসে স্পিনাররা কোন টার্নই পাননি। ফলে ওদের আমরা আটকাতে পারিনি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন