বিচ্ছুনিউজফোরটুয়েন্টিডটকম : সত্যের ধার ধারে না
দুদকের হয়ে কেস লড়তে চান কেডি পাঠক
অধিকাংশ মামলায় দুদকের হেরে যাওয়া দেখে এগিয়ে এসেছেন গরিবের বন্ধু, আদালতের বজ্রকণ্ঠ, স্বনামধন্য আইনজীবী- কেডি পাঠক।
বিচ্ছুকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আজ একথা জানান। কেডি পাঠক বলেন, ২০১৬ সালে ৪৬ শতাংশ কেস হেরেছে দুদক। ২০১৭ সালে এই পার্সেন্টেজ শূন্যতে নামিয়ে আনতে চাই।
নিজস্ব প্রসিকিউশন নেই এটা সমস্য কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেই তো একটা প্রসিকিউশন। এম আই রাইট অর এম আই রাইট? এ পর্যায়ে তিনি গাউন-এ ঝাপটা দিয়ে বলেন, ‘কবর থেকে জিন্দা লাশ তুলে এনে আমি কাঠগড়ায় দাঁড় করিয়েছি আর এটা তো স্রেফ দুর্নীতিবাজ।’
সাক্ষীকে আদালতে কিভাবে উপস্থিত করাবেন, এমন পয়েন্টে কেডি পাঠক হেসে বলেন, ‘ফ্রি ওয়াইফাই দিলে পাবলিক নরকেও যায়। জাস্ট ফ্রি ওয়াইফাই দিবো। সাক্ষী এসে সাক্ষ্য দিবে প্লাস ফেসবুকিং করবে। দরকার হইলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ব্ল“ রে প্রিন্ট নামাবে। এম আই রাইট?’
তবে আলামত নষ্ট হওয়াকে দুশ্চিন্তার বিষয় উল্লেখ করে কেডি পাঠক বলেন, ফর্মালিন ঠিক জায়গায় ব্যবহার করা শিখতে হবে। দেখি কিভাবে আলামত নষ্ট হয়।
বিচারের দীর্ঘসূত্রতাকে কমিয়ে আনার ব্যাপারে কী করবেন এমন প্রশ্নের উত্তরে কেডি পাঠক বজ কণ্ঠে বলেন, টিআরপি বাড়ানোর কৌশল জানতে হবে। আমি কেস সলভ করব দুই পর্বের ভিতরে। দরকার হইলে কোনো বিজ্ঞাপন যাবে না!
সব শেষে কেডি পাঠক টেবিল চাপড়ে বলেন, ‘এবার তদন্ত হবে কেডির সিস্টেমে। দুদক হয়ে যাবে কেডি ফিচারিং দুদক। প্রভাবশালী-প্রভাবশালা সব কয়টাকে গুনে গুনে ধরব। কাশিমপুরে জায়গা দিতে পারবেন না…’
এই সংক্রান্ত আরো সংবাদ
আহা চিকুনগুনিয়া !
ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন
‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’
চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন
ধর্ষিতা মেয়েটির গল্প
পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন