দুদক সম্পর্কে জনগণের ধারণা নেতিবাচক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক কাঠামোয় ‘আইনি স্বাধীনতা’ যথেষ্ট শক্তিশালী হলেও সংস্থাটির কার্যক্রম সম্পর্কে জনগণের ধারণা খুবই নেতিবাচক। এক গবেষণায় এমন তথ্য উপস্থাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ শনিবার টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুদকের কার্যক্রম ও কর্মপরিধির তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ৪৯টি নির্দেশকের মধ্যে ২১টিতে দুদকের স্কোর ‘উচ্চ’ পর্যায়ের হলেও ১১টিতে ‘মধ্যম’ ও নয়টিতে ‘নিম্ন’ পর্যায়ের স্কোর পেয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণায় সবচেয়ে কম স্কোর পেয়েছে দুদক কার্যক্রম সম্পর্কে জনগণের আস্থার নির্দেশকটি।
আন্তর্জাতিক মানদণ্ডের সার্বিক মূল্যায়নে দুদক ‘মধ্যম’ মানের স্কোর পেয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মানুষের মাঝে এ বার্তা পৌঁছানো সম্ভব হয়নি যে দুর্নীতি করলে দেশের মানুষ শাস্তি পায়। যারা দুর্নীতি করে, বিশেষ করে যারা উচ্চ পর্যায়ের দুর্নীতি করে, তাদের শাস্তি দেওয়া হয়।’
‘আইনগতভাবে, যে আইনটি আছে, যেটা নিয়ে স্কোর করেছে দুদক, সেই আইনটাকে যথাযথ প্রয়োগ করে যারা দুর্নীতি করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব। এই বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছায়নি। যে কারণে দুদক কিন্তু মানুষের আস্থার জায়গাটা অর্জন করতে পারেনি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন