দুদক সম্পর্কে জনগণের ধারণা নেতিবাচক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক কাঠামোয় ‘আইনি স্বাধীনতা’ যথেষ্ট শক্তিশালী হলেও সংস্থাটির কার্যক্রম সম্পর্কে জনগণের ধারণা খুবই নেতিবাচক। এক গবেষণায় এমন তথ্য উপস্থাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ শনিবার টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুদকের কার্যক্রম ও কর্মপরিধির তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ৪৯টি নির্দেশকের মধ্যে ২১টিতে দুদকের স্কোর ‘উচ্চ’ পর্যায়ের হলেও ১১টিতে ‘মধ্যম’ ও নয়টিতে ‘নিম্ন’ পর্যায়ের স্কোর পেয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণায় সবচেয়ে কম স্কোর পেয়েছে দুদক কার্যক্রম সম্পর্কে জনগণের আস্থার নির্দেশকটি।
আন্তর্জাতিক মানদণ্ডের সার্বিক মূল্যায়নে দুদক ‘মধ্যম’ মানের স্কোর পেয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মানুষের মাঝে এ বার্তা পৌঁছানো সম্ভব হয়নি যে দুর্নীতি করলে দেশের মানুষ শাস্তি পায়। যারা দুর্নীতি করে, বিশেষ করে যারা উচ্চ পর্যায়ের দুর্নীতি করে, তাদের শাস্তি দেওয়া হয়।’
‘আইনগতভাবে, যে আইনটি আছে, যেটা নিয়ে স্কোর করেছে দুদক, সেই আইনটাকে যথাযথ প্রয়োগ করে যারা দুর্নীতি করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব। এই বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছায়নি। যে কারণে দুদক কিন্তু মানুষের আস্থার জায়গাটা অর্জন করতে পারেনি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন