বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুর্গন্ধ হাসপাতালে, মর্গে ফের বাতানুকূল যন্ত্র বিকল

মাঝে-মধ্যে সারানো হয়। কিন্তু ফের খারাপ হয়ে যায় বাতানুকূল যন্ত্র। ফলে, দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠছে মর্গের আশপাশের এলাকায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসা রোগীর পরিজন থেকে লাগোয়া ঘরবাড়ির মানুষজন, অতিষ্ঠ সকলেই। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। হাসপাতালের তরফে চিঠি পাঠানো হয়েছে জেলাশাসককে।

দুর্গাপুর হাসপাতালে ময়না-তদন্তের ঘরের পাশেই রয়েছে মর্গটি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে ছ’টি দেহ রাখার ব্যবস্থা আছে। বেশির ভাগ সময়ে মর্গটি ভর্তি থাকে। কিন্তু, সেখানে বরাবরের সমস্যা এই বাতানুকূল যন্ত্র। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ সময়েই ওই যন্ত্র খারাপ থাকে। মাস আটেক আগে নতুন বাতানুকূল যন্ত্র বসানোর জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠায় হাসপাতাল। প্রশাসনের তরফে পূর্ত বিভাগের মাধ্যমে বাতানুকুল যন্ত্রের ব্যবস্থা করার জন্য তিন লক্ষ টাকাও পাঠানো হয়।

নতুন বাতানুকূল যন্ত্র বসানোর পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশা ছিল, এ বার হয়তো সমস্যা মিটল। কিন্তু তা হয়নি। নতুন যন্ত্র মাসখানেকের মধ্যে খারাপ হয়ে যায়। ফের এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ফের প্রশাসনকে এ কথা জানানোর পরে সেটি সারানো হয়। কিন্তু তার দিন পনেরোর মধ্যে আবার বিকল হয়ে পড়েছে সেই যন্ত্র।

বাতানুকূল যন্ত্র ফের খারাপ হওয়ায় এলাকা দুর্গন্ধে ভরে যাচ্ছে। হাসপাতালে আসা লোকজন থেকে এলাকার বাসিন্দা, ব্যবসায়ীরা সমস্যা পড়ছেন। হাসপাতালের চত্বরেই রয়েছে চিকিৎসক ও অন্য কর্মীদের আবাসন। মর্গের দুর্গন্ধে ঘুম ছুটেছে সকলেরই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এটি মূলত পুলিশ মর্গ বলে পরিচিত। এই গরমে মর্গে বাতানুকুল যন্ত্র না থাকায় মৃতদেহ পচন ধরছে তাড়াতাড়ি। অনেকে মর্গ থেকে দেহ নেওয়ার সময়ে অসন্তোষও জানাচ্ছেন। এই মর্গের এক দিকে রয়েছে ময়না-তদন্তের ঘর। সেখানেও নাক-মুখ না ঢেকে যাওয়া যাচ্ছে না। মর্গের পাশে রয়েছে ব্লাড ব্যাঙ্কও। সেখানে সারা দিন প্রচুর মানুষ আসেন। রেহাই নেই তাঁদেরও।

বারবার আশপাশের মানুষজন এসে হাসপাতালে অভিযোগ জানানোয় বিড়ম্বনায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকেও। সুপার দেবব্রত দাস জানান, এই সমস্যার কথা লিখিত ভাবে জেলাশাসককে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘মর্গের বাতানুকূল যন্ত্রের জন্য টাকা এসেছিল জেলাশাসকের দফতর থেকে। সেই কাজ হয়ে যাওয়ার পরেও বারবার যন্ত্র খারাপ হওয়ায় সমস্যা হচ্ছে।’’ জেলাশাসক সৌমিত্র মোহন অবশ্য বলেন, ‘‘হাসপাতালের তরফে এ ব্যাপারে এখনও কোনও চিঠি পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ