‘দুর্নীতির অভিযোগে কয়েকজন কারারক্ষী বরখাস্ত’
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কয়েকজন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
এ বিষয়ে তিনি বলেন, ‘অনেককে বদলিও করা হয়েছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি ও সাক্ষাৎ প্রার্থীদের জন্য নবনির্মিত দুটি শেড উদ্বোধনকালে এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, কারা ক্যান্টিনের লভ্যাংশের অর্থ দিয়ে এই দুটি শেড নির্মাণ করা হয়েছে। ডিআইজি প্রিজন ফজলুল হক, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেছার আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আইজি প্রিজন বলেন, ‘কারাগারের কাজ শুরুর আগে সীমানা প্রাচীর করা উচিত ছিল। কিন্তু তা না করেই কারাগার নির্মাণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘কারাগারের পূর্ব দিকটা সবচেয়ে বেশি অরক্ষিত। পিডব্লিউডিকে নিরাপত্তা প্রাচীর নির্মাণসহ বেশ কয়েকটি স্থাপনা নির্মাণের জন্য বারবার বলা হয়েছে।’ পিডব্লিউডির এই নির্মাণ কাজে আন্তরিকতার অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গ্যাসের সংযোগ না থাকায় কারাগারে বন্দিদের জন্য সময়মত খাবার সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। এজন্য এলপি গ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। -বাসস।
এই সংক্রান্ত আরো সংবাদ
দেশে রোলস রয়েস ১২টি, ছয় মাসে এসেছে আটটি
বিশ্বের সবচেয়ে অভিজাত গাড়ি বলা হয় রোলস রয়েসকে। তবে একটাবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: আন্তর্জাতিক গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুবিস্তারিত পড়ুন
ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলো হিন্দু, বৌদ্ধ -খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট
ভারতের বিরুদ্ধে সনাতন ধর্মের নাম ভাঙ্গিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা ও ধর্মীয়বিস্তারিত পড়ুন