রবিবার, জুলাই ১৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুর্নীতির বিরুদ্ধে অভিযানে কঠোর অবস্থানে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ‘দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে, আমরা ধরব।’

শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০০৯ সাল থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং কিছু দুষ্টু প্রকৃতির লোক ছাড়া দেশের জনগণ কর্মঠ ও সৃজনশীল। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই সুযোগ অতীতেও খালেদা জিয়া, ড. কামাল হোসেনসহ অনেকেই নিয়েছিলেন।

বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বক্তব্যের জবাবে তিনি উল্লেখ করেন, “টেন্ডার না দিয়ে কাজ দেওয়ার বিষয়টি মন্ত্রী থাকাকালীন তিনি নিজেই রপ্ত করেছিলেন।”

মেট্রোরেল নির্মাণের বিরোধিতাকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বর্তমানে ২ লাখ ৪০ হাজার যাত্রী পরিবহন করছে। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ঢাকা শহরের যানজট নিরসনে এমআরটি লাইন-১, লাইন-২, লাইন-৪ ও লাইন-৫-এর কাজ সম্পন্ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমানে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে, ভবিষ্যতে এ ভর্তুকি ধীরে ধীরে কমানো হবে। তিনি আরও জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায়নি এবং বাজেটকে উচ্চাভিলাষী মনে করেন না। তিনি উল্লেখ করেন, ঋণের চাহিদা, অর্থের জোগান, ব্যাংক আর গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের নির্ধারণ পদ্ধতি গ্রহণ করা হয়েছে এবং কম গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ব্যয় কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বেকারত্বের হার তিন ভাগ, যা সবাই চাইলে কাজ করতে পারে। ২০০৯ সালে জিডিপির আকার ছিল ১০২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩ সালে বেড়ে ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। মন্দ ঋণের হার ৯ দশমিক ৯ শতাংশ, যা পূর্বের চেয়ে হ্রাস পেয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট নিয়ে সংসদে ১১ দিন আলোচনা হয়, যেখানে ২৩৪ জন এমপি অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা