দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে রওনা করে বকশিবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বেগম জিয়া তাঁর গুলশানের বাসা থেকে রওনা হন। দীর্ঘদিন ধরে দুদকের দায়ের করা ওই দুই মামলার বিচারকাজ চলছে রাজধানীর বকশিবাজারে স্থাপিত ৩ নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতে। আজ মামলা দুটির বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের জেরা এবং পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৫মে বেগম খালেদা জিয়া একই আদালতে হাজিরা দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ছিল না মর্মে আবেদন করলে ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক ১৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













