দুষ্টমিতে মিষ্টি চমক প্রেমিক বিরাটের
হোটেল থেকে বেরনোর সময় সামনের রাস্তায় অনুরাগীদের পরিচিত ভিড়টাকে তেমন খুঁটিয়ে দেখেননি অনুষ্কা শর্মা। কর্ণ জোহরের নতুন ছবির শ্যুটিং করতে লন্ডনে থাকা অভিনেত্রী ফ্যানদের অটোগ্রাফ আর সেলফির আব্দারগুলো মেটাচ্ছিলেন হাসিমুখেই।
কিন্তু হঠাৎ সেই ভিড়ের ভেতর থেকে একটা মুখ সেলফির অনুরোধ করতেই ভুত দেখার মতো চমকে ওঠেন অনুষ্কা। নিজের চোখকে বিশ্বাস করতে না পারার বিহ্বলতা কাটতে কয়েক মুহূর্ত লাগে। তার পরেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন।
বান্ধবীকে চমকে দেওয়ার জমাট পরিকল্পনা সফল হওয়ায় ততক্ষণে চওড়া হাসি বিরাট কোহলির মুখেও। অন্তত শুক্রবারের ঘটনার প্রত্যক্ষদর্শিরা তেমনই জানাচ্ছেন!
বলা শুরু হয়েছে, গত শুক্রবার বিরাট যেটা করেছেন, বলিউডের সব সুপারহিট প্রেমকাহিনিকেও হার মানায়! দুষ্টু-মিষ্টি রোম্যান্সের চার-ছক্কা হাঁকানোয় বেনজির রেকর্ড গড়ে তিনি নাকি আবেগের নতুন যোগ্যতামান তৈরি করেছেন। চাপে ফেলে দিয়েছেন অন্য সব প্রেমিকদের!
শোনা যাচ্ছে, অনুষ্কা শ্যুটিংয়ের জন্য লন্ডন পাড়ি দেওয়ার পর থেকেই নাকি তাঁকে মিস করছিলেন বিরাট। ঠিক ছিল আজ, রবিবার তিনি লন্ডন গিয়ে অনুষ্কার সঙ্গে দেখা করবেন।
কিন্তু বিরাট নাকি ঠিক করেন, তার আগেই কিছু না জানিয়ে শুক্রবার লন্ডন পৌঁছে বান্ধবীকে চমকে দেবেন। এর পর চমকটা আরও জোরদার করতে অনুষ্কার হোটেলের সামনে ফ্যানদের ভিড়ে মিশে প্রেমিকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। এবং তার পর সেলফির অনুরোধ!
বিরাট-অনুষ্কা প্রেমকাহিনীতে জনতার উৎসাহ বরাবর। কখনও কখনও সেটা আক্রমণাত্মক চেহারাও নিয়েছে ক্রিকেট মাঠে বিরাটের ব্যর্থতার জন্য অনুষ্কাকে কাঠগড়ায় তুলে।
তবে ভারত অধিনায়ক আর বলিউড নায়িকাও নিজেদের সম্পর্ক গোপন করার তেমন কোনও চেষ্টা করেন না। বিমানবন্দরে অনুষ্কাকে আগলে বের করছেন বিরাট বা ফ্যাশন উইক এর নৈশভোজে হাসিতে গড়িয়ে পড়া অনুষ্কার আলিঙ্গনে বিরাট, এমন নানা মিষ্টি ছবি দেখা গিয়েছে ইদানীং।
তবে এখন বলা হচ্ছে, ভালবাসার এর চেয়ে মধুর প্রকাশ নাকি আর হয় না। এমনিতে ক্রিকেট মাঠে তেজিয়ান, একরোখা আর আগ্রাসী বলেই বিরাটের নামডাক। সেই ছেলেই এ বার প্রেমের পিচে খেতাব পেলেন ‘সর্বকালের সবচেয়ে মিষ্টি বয়ফ্রেন্ড’!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন