দেবের নতুন ইনিংস শুরু হল, শুভশ্রীকে সঙ্গে নিয়েই!
অভিনেতা দেবের নতুন ইনিংস শুরু হল৷ শুভশ্রী সঙ্গে নিয়েই৷ বেশ কয়েক বছর পর বাংলার সিনেদুনিয়ায় আবার ফিরছে এ জুটি৷ আর এই জুটিতেই যেমন কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ধূমকেতু’র শুটিং শুরু হল, তেমনই প্রযোজক হিসেবে দেবের নয়া ইনিংসেরও যাত্রা শুরু হল৷
নতুন এই জার্নি নিয়ে দেব ছিলেন বেশ ‘একসাইটেড’৷ তা টুইট করেই জানিয়ে দিয়েছিলেন তিনি৷ তাঁর প্রযোজনা সংস্থার নাম- দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস৷একই সঙ্গে তাঁর ও শুভশ্রীর জুটির জনপ্রিয়তা মাথায় রেখে, তাঁদের প্রতি দর্শকের যে আকাশছোঁয়া প্রত্যাশা তাও টের পাচ্ছেন তিনি৷ তাই নায়কও ছিলেন সকলের সমর্থন প্রত্যাশী৷ পুজোয় ‘শুধু তোমারই জন্য’ ব্যাপক সাফল্য পেয়েছে৷ সেই সাফল্য মাথায় নিয়েই পুজো শেষে ধূমকেতুর শুটিং শুরু করলেন৷ প্রথমদিনের শুটিংয়ে দেবকে দেখা গেল বরবেশে৷ কনের সাজে শুভশ্রী৷ অনস্ক্রিন এ জুটির কেমিস্ট্রি যে জমজমাট হবে, তার আঁচ পাওয়া যায় এ ছবি থেকেই৷
দেব ও শুভশ্রী আর কৌশিক গঙ্গোপাধ্যায়- একচু অচেনা হলেও এই সমীকরণই এবার বাংলা ছবির জগতে৷পরিচালক অবশ্য জানিয়েছেন, দেব শুভশ্রীর মতো নায়ক নায়িকা থাকলেও, তিনি তাঁর ঘরানা অনুযায়ীই এ ছবি করছেন৷ আর সেখানে দুই চরিত্র হিসেবেই দেখা যাবে এঁদের৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাতে দেব ও শুভশ্রীকে কীভাবে পাওয়া যাবে তা দেখতে উৎসুক বাংলার সিনেপ্রেমীরা৷
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন