দেশ এখনো শঙ্কামুক্ত নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: অধ্যাপক তানজীমউদ্দিন
শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশ এখনো শঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বলেন, ‘এখন সবাই মিলে যার যার অবস্থান থেকে দেশকে সংস্কার করতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
‘জুলাই স্মৃতিচারণ ও সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত সামাজিক সংগঠন ‘বিকিরণ’। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন ঢাবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, সমাজকর্মী ও বিশ্লেষক শেখ ফজলুল করীম মারুফ, অ্যাক্টিভিস্ট তুহিন খান, সংগঠক ও সমাজকর্মী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান এনাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জুলাইয়ে ঘটে যাওয়া স্বৈরাচার হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অত্যাচারের বিভিন্ন ঘটনার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরেন। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীরা অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন