দোয়া চেয়েছেন নার্গিসের স্বজনরা

সিলেটে বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের জন্য দোয়া চেয়েছেন তার স্বজনরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে তার জন্য সবাইকে দোয়া করার অনুরাধ করছেন।
শরীরে অস্ত্রোপচারের পর নার্গিকে স্কয়ার হাসপাতালের আইসিইউ’তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়ছে। আইসিইউ এর সামনে থাকা প্রতিটি মানুষ প্রার্থনা করছেন তার জন্য। অন্য রোগীদের স্বজনরাও যেন হয়ে উঠেছেন নার্গিসের স্বজন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার পাশাপাশি তারা ঘাতক বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন।
নার্গিসের ভাই শাহীন আহমেদ তার বোনের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘দেশবাসীর কাছে আবেদন সবাই দোয়া করবেন আমার বোনের জন্য।’
নৈরীতা নিশি নামে একজন লিখছেন, ‘আজ শুক্রবার পবিত্র জুমার দিন। বন্ধুরা আজ আপনারা যারা নামাজ আদায় করতে মসজিদে যাবেন তাদের নিকট আমার আকুল আবেদন আপনারা মন থেকে একবারের জন্য হলেও নার্গিসের জন্য দোয়া করবেন।’
এদিকে, খাদিজার মামা আব্দুল বাসেদ শুক্রবার বলেন, ‘আমরা এখন নামাজে যাবো।ওর জন্য দোয়া চাইবো।’
তিনি বলেন, ‘আমাদের এই মেয়েটা পরিবারের সবার চেয়ে অন্যরকম। ওর জন্য সবাই দোয়া করছে যে যেখানে রয়েছে। আমরা সারা দেশের মানুষের কাছে আবেদন করছি, আপনারা আমাদের মেয়েটার জন্য দোয়া করেন। সবার দোয়ায় খোদা যদি মেয়েটাকে আবার আগের মতো করে দেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন