সোমবার, নভেম্বর ১১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্বিপাক্ষিক বৈঠক শেষ, চুক্তি সই শুরু

দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এখন দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হচ্ছে। বিকাল সোয়া চারটা থেকে বাংলাদেশের মন্ত্রীরা ও চীনের প্রতিনিধিরা এই চুক্তি সই শুরু করেন।

তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তি সই চলছে। এর আগে বেলা দুইটা ৫৫ মিনিটে জিনপিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই মন্ত্রী মিনিট ১৫ একান্তে কথা বলেন।

এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ উপস্থিত আছেন।

এই বৈঠকের পরই দুই পক্ষে চুক্তি এবং সমঝোতা স্মারক সই শুরু হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন সব মিলিয়ে চার হাজার কোটি ডলারের ২৫ থেকে ২৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

এর আগে বেলা পৌনে ১২টার কিছুক্ষণ পর জিনপিংকে বহনকারী এয়ার চায়নার বিশেষ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে চীনা নেতাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা।

বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনার পর চীনা নেতা হোটেল যান বিশ্রামের জন্য। এরপর তিনি আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ে।

এই চুক্তি সইয়ের পর চীনা নেতা আবার যাবেন হোটেল লা মেরিডিয়ানে। সেখানে স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন জিনপিং।

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন চীনা রাষ্ট্রপ্রধান। সেখানেই তার সম্মানে আয়োজন করা নৈশভোজে অংশ নেবেন তিনি।

শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা আছে চীনা নেতার। কাল ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন জিনপিং।

তিন দশক পর কোনো চীনা রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর নিয়ে দুই পক্ষই পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়নের কথা বলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন

জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন

ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না

বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • জামায়াত আমির: সুষ্ঠু নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার জরুরি
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
  • গয়েশ্বর: নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের কোনো পরিবর্তন করা যায় না
  • সেনা প্রধান: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত
  • সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
  • অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬%
  • গবেষণা: দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চান ৫৫% তরুণ
  • বাংলাদেশ নিয়ে মার্কিন অবস্থানের পরিবর্তন হবে না, অভিমত পররাষ্ট্র উপদেষ্টার
  • দেশে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ইস্যুর দাবিতে লিগ্যাল নোটিশ
  • ভরিতে ৩,৪৫৩ টাকা কমলো স্বর্ণের দাম
  • সরকারি হজ প্যাকেজ ‘প্রত্যাখান’ করে পাল্টা প্যাকেজ এজেন্সিগুলোর
  • সমালোচনার মুখে সাদ্দামের সাক্ষাৎকার স্থগিত করলো ‘ঠিকানা’