ধর্ষণের শিকার নারীকে ক্ষতিপূরণের নির্দেশ
বসনিয়ায় ১৯৯০-এর দশকে যুদ্ধ চলাকালে ধর্ষণের শিকার এক নারীকে ক্ষতিপূরণ দেয়ার জন্য সাবেক দুই সেনাকে নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবারের ওই রায় দেশটিতে নজিরবিহীন। এদিকে, এ রায়ের পর একটি এনজিও বলেছে, এতে হাজার হাজার ভুক্তভোগীর ন্যায়বিচার পাওয়ার পথ খুলতে পারে।
সারায়েভোর ওই আদালতের এক বিবৃতিতে বলা হয়, ১৯৯২-৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় সংঘাত চলাকালে দেশটির উত্তরাঞ্চলীয় ওরাহোভা গ্রামে অপ্রাপ্তবয়স্ক এক ক্রোয়েশীয় মেয়েকে ধর্ষণের দায়ে আদালত বসিলজোকো মার্কোভিচ ও অস্তোজা মার্কোভিচ নামের সাবেক দুই সেনার প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। আদালত দুই সেনাকে ধর্ষণের শিকার ওই নারীকে ২৬ হাজার ৫শ’ বসনিয় মার্ক (১৩ হাজার ৫শ’ ইউরো) ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেয়।
সাবেক এ যুগোস্লাভ প্রজাতন্ত্রের কোনো আদালতের এ ধরনের এটি প্রথম রায়। এর আগে বিচারকরা প্রশাসনিক ট্রাইবুনালের কাছে ক্ষতিপূরণ দাবি করতে ভুক্তভোগীদের উৎসাহিত করতেন। উল্লেখ্য, বলকান যুদ্ধে ২০ হাজার থেকে ৫০ হাজার নারী যৌন নির্যাতনের শিকার হন। তাদের অধিকাংশই বসনীয় মুসলমান।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন