ধোঁয়ার নেশায় মাতোয়ারা যে বলি-সুন্দরী
বলিউডের রুপালী পর্দায় প্রায়ই সিগারেট হাতে নিয়ে দেখা মেলে নায়িকাদের। তবে সে তো চরিত্রের খাতিরে। কিন্তু না রুপালি পর্দার বাইরেও, প্রায়ই দেখে মেলে সিগারেট হাতে বলিউড-তনয়াদের। এমনি ক’জন বলি-সুন্দরীদের কথা বলব যারা ধোঁয়ার নেশায় মাতোয়ারা।
তনুজা:
আমাদের মধ্যে অনেকেই জানি না তনুজা চেন-স্মোকার। প্রায় বহু অনুষ্ঠানেই জনসমক্ষে সিগারেট খেতে দেখা গিয়েছে এই নায়িকাকে।
কঙ্গনা রানাওয়াত:
পর্দায় বহুবার সিগারেট হাতে দেখা মিলেছে কঙ্গনার। তবে রিয়েল লাইফেও সিগারেট খান ‘তনু’। তাই যখন ভারতে ধূমপান নিষিদ্ধ করা হবে এমন কথা উঠেছিল। তখন প্রকাশ্যে কঙ্গনা বলেছিলেন, ” ধূমপান ব্যক্তিগত ইচ্ছা, এটার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত নয়”।
রানি মুখোপাধ্যায়:
চেন-স্মোকার নন কিন্তু সিগারেটের নেশা আছে রানি। এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, সবসময় নয় কিন্তু রাতে আমার একটা সিগারেট চাই’।
মনীষা কৈরালা: রিয়েল লাইফে চেন-স্মোকার মনীষা। বিয়ের দিন সিগারেট হাতে তাঁর একটি ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছিল ওয়েব দুনিয়ায়।
কঙ্কনা সেনশর্মা: ধূমপান করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন একাধিকবার। তবে নিজের মুখেই এক সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছিলেন, “আমি ধূমপান করি”।
তানিশা: বিগ-বস সিজন ৭-এ সিগারেটের প্যাকেট হাতে ক্যামেরার সামনে চলে এসেছিলেন কাজলের বোন তানিশা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন