বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধোনির কাছে স্ত্রী তৃতীয় নাম্বারে

প্রথম তালিকায় দেশ এবং দ্বিতীয়তে আছেন মা-বাবা। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ৩৪ তম জন্মদিন পালিত হলো। এ নিয়ে উৎসাহ ছিল তার সতীর্থ এবং ভক্তসহ অনেকের মধ্যে। ধোনির চরিত্রের মধ্যে বিভিন্ন রংয়ের সম্মিলন ঘটেছে। ক্রিকেট মাঠে তিনি একজন স্টাইলিস্ট হিসেবে পরিচিত এবং তিনি একজন ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে সর্বজনবিদিত। বলা হয়, তার সংবাদ সম্মেলনে একটা শিল্প বা আর্ট থাকে। তিনি খুব সহজেই সাংবাদিকদের ম্যানেজ করতে পারেন। তার কিছু উক্তি আছে যা সবার কাছে খুবই প্রিয়।

ধোনির এসব উক্তির মধ্যে রয়েছে- আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত যখন আমাকে র‌্যাংক পরানো হয়। এই র‌্যাংক কিন্তু ক্রিকেট জগতের কোনো র‌্যাংক নয়। তাকে সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টে তাকে লে: কর্ণেল পদমর্যাদা দেয়া হয়। সেনাবাহিনীর তার অগাধ ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে।

এরপরের উক্তিটি কিন্তু খুবই বিস্ময়ের। সেটা হলো- ধোনি বলেন, আমি আমার স্ত্রীকে বলেছি, তুমি আমার অগ্রাধিকারের তালিকার তৃতীয় নাম্বারে। প্রথমে আমার দেশ, দ্বিতীয় আমার মা-বাবা। তিনি যে, দেশকে প্রথমে প্রাধান্য দেন তার প্রমাণও আছে। অস্ট্রেলিয়ায় আইসিসি বিশ্বকাপ ক্রিকেট খেলার সময় তার মেয়ে জন্ম নেয়। কিন্তু তিনি দেশে ফিরে আসেননি। ধোনি বলেন, আমি আমার জাতীয় দায়িত্ব আগে পালন করেছি। সেখানে অন্য কিছুই অপেক্ষার তালিকায়।

তবে তাই বলে যে তিনি স্ত্রী-সন্তানকে ভালবাসেন না তা কিন্তু নয়। ধোনি বলেন, সাক্ষী (স্ত্রী)আমার মধ্যে কাজে স্ফুলিঙ্গ সৃষ্টি করে। সে আমার কাছে ভালবাসা এবং উৎসাহের। আমি দেশের জন্য খেলি কিংবা না খেলি তা নিয়ে জিভার (মেয়ে) কিছু যায় আসেনা। সে কাঁদতে চায়, সে কাঁদে। এই বিষয়টি আমাকে দারুণ অনুভূতি দেয়। স্ত্রী আমাকে মাছ খাওয়াতে চায়। কারণ এটি খুব সুস্বাদু। কিন্ত সমস্যা হচ্ছে, আমি মাছ পছন্দ করি না।

অ্যালকোহলে স্ত্রীর নিষেধাজ্ঞা আছে। আর সেটা পানও করেন না ধোনি। ধোনি বলেন, আমি অ্যালকোহন পান করি না, তবে অনেকে হয়তো পছন্দ করে। ধোনি একজন মানুষ যে তার নিজের জীবন চালিয়ে নেন নিজের মতো করে। তিনি তার বীরদের কাছ থেকে শিক্ষা নেন। তার মতে, মানুষের ভাল জিনিসটাই গ্রহণ করা উচিত। অমিতাভ বচ্চন, শচীন এবং রাহুল তার পছন্দের তালিকায় আছে। তিনি তাদের উপদেশও গ্রহণ করেন। রাহুল দ্রাবিড় না কি তাকে ভদ্রতা শিখিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম

২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন

  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প