ধোনির পাশে দাঁড়ালেন আফ্রিদি
সদ্য সমাপ্ত সফরে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে দলের হারের পর ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তবে ভারতীয় ওয়ানডে অধিনায়ককে যেভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে তাতে মোটেই খুশি নন পাকিস্তান টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদি।
আফ্রিদি এটাকে ‘উপমহাদেশীয় ধারা’ হিসেবে অভিহিত করেন যেখানে বাজেভাবে একটা সিরিজ হারলেই ক্রিকেট হিরোদের মুণ্ডুপাত শুরু হয়ে যায়।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আফ্রিদি বলেন, ‘বাংলাদেশে সিরিজ হারার পর ধোনির সঙ্গে যেভাবে ব্যবহার করা হচ্ছে তা সত্যিই আমাকে কষ্ট দিচ্ছে। আমি মনে করছি এটা পুরোপুরি উপমহাদেশীয় ধারা। যেখানে বাজেভাবে একটা পরাজয়ের পর আমাদের বীরদের অযাচিত সমালোচনা করা হয়ে থাকে। একই সময়ে সঠিক চিত্র তুলে না ধরার জন্য গণমাধ্যমও দায়ী।’
তিনি বলেন, একইভাবে নিজ দেশেও বছরের পর বছর সমালোচনা সহ্য করতে হওয়ায় ধোনির কষ্টটা ভাল অনুধাবন করতে পারছেন আফ্রিদি।
আফ্রিদি বলেন, ‘আমি বলছি না, একজন খেলোয়াড় অথবা অধিনায়ককে বর্তমান পারফরমেন্স পর্যালোচনা করে সমালোচনা করা উচিত নয়। আপনি তার সমালোচনা করুন। কিন্তু অনুগ্রহ করে তার ইহিতাসকে ভুলবেন না। আপনি যখন ধোনির সমালোচনা করবেন, যে কোন উপসংহারে আসার আগে তার রেকর্ডের দিকে চোখ ফেরান। বেশ কয়েক বছর যাবতই তিনি ভারতের অসাধারণ একজন খেলোয়াড়। তার রেকর্ডই এর স্বপক্ষে কথা বলবে।’
তারকা এ অলরাউন্ডার ভবিষ্যতের জন্য একটি ভাল ভারতীয় দল গড়ার জন্যও ধোনিকে কৃতিত্ব দেন।
তিনি বলেন, ‘ভবিষ্যতের জন্য খুবই ভাল একটি দল তৈরি করেছেন ধোনি যে দলটির ব্যাটিং লাইনআপে রয়েছে অনেক মানসম্মত ও মেধাবী খেলোয়াড়।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন