নতুন অফিসে ঢুকেছেন?
সদ্য চাকরি পাল্টে নতুন অফিসে ঢুকেছেন? গোড়ায় ‘গুডবয়’ ইমেজ ধরে রাখা একান্তই প্রয়োজন। ফাঁকি দিয়ে আড্ডা, সোশ্যাল নেটওয়ার্কিং বা অন্য কিছু, নিজের ফর্মে ফিরতে গড়পরতা চাকুরে ক’দিন সময় নেন?
চাকরি সংক্রান্ত একটি ওয়েবসাইটে সমীক্ষায় দেখা গিয়েছে, নতুন সংস্থায় চাকরিতে ঢুকে সকলেই ‘গুডবয়’ ইমেজ তৈরি করতে ব্যস্ত থাকেন। সেটাই স্বাভাবিক। খোলস ছে়ড়ে বেরনোর পর্ব শুরু হয় লাঞ্চটাইম দিয়ে। সমীক্ষায় দেখা গিয়েছে, নতুন অফিসে ফাঁকিবাজির প্রথম ধাপ হল লাঞ্চ। নির্ধারিত সময়ের থেকে একটু একটু করে বাড়িয়ে নেওয়া হয় মধ্যাহ্নভোজের সময়।
বেশি খান, এমন নয়। কারণ অনিবার্য। খাওয়ার সঙ্গে আড্ডার পরিমাণ বাড়ে প্রথমে। এর পরের ধাপে শুরু হয়, যাকে বলা হয়, ‘ডেস্কটপ ডিস্ট্র্যাকশনস’। অর্থাৎ অফিসের কাজের ফাঁকে ব্যক্তিগত মেল বা সোশ্যাল নেটওয়ার্কিং।
কিন্তু গোড়ার দিকে এঁরাই একেবারে ভিজে বেড়ালটি!
বাড়তি সময় অফিসে থাকা, কম্পিউটার বা ফাইলে মুখ গুঁজে কাজ করা, ব্যাগের ভিতরে রাখা মোবাইল চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও তাকে স্রেফ উপেক্ষা করা— এই সবই দেখা যায়।
প্রশ্ন হল, ক’দিন?
সমীক্ষার উত্তর বলছে, এই সবের মেয়াদ মাত্র ছ’সপ্তাহ। যে সংস্থাটি এই গবেষণা চালিয়েছে, সেই ‘রিড.কো.ইউকে’-র মুখপাত্র লিন কাহিলেন বলেছেন, ‘‘গোড়ার দিকে কর্তৃপক্ষের নজরে পড়তে বাড়তি উদ্যোগ স্বাভাবিক। কিন্তু মাত্র ছ’সপ্তাহ পর থেকেই রং পাল্টাতে শুরু করলে মুশকিল অবধারিত। কেননা, আপনি ছ’মাসের জন্য চাকরি করতে আসেননি নিশ্চয়ই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন