নতুন করে আবারো মামলার ফাঁদে দুই খান
মামলা যেন পিছু ছাড়ছে না সালমান খানকে। এবার অবশ্য তিনি সঙ্গী পেয়েছেন শাহরুখ খানকে। এবারের অভিযোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া। ভারতের স্থানীয় একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।
টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক সালমান খান। অনুষ্ঠানটি স্বাভাবিকভাবেই বেশ জনপ্রিয়, সুতরাং এই অনুষ্ঠানে প্রায় পর্বেই বড় তারকারা বিভিন্নভাবে হাজির হন নিজেদের কোনো ছবির প্রচারণার কাজে।
এমনই একটি প্রচারণায় উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। সেখানে দেখা যায়, একটি মন্দিরের ভেতরে জুতো পায়ে দাঁড়িয়ে কথা বলছিলেন দুই বন্ধু। ব্যস! তাতেই কট্টরপন্থীরা তুলকালাম লাগিয়ে দিল। বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়।
হিন্দু মহাসভার মিরাট ইউনিটের প্রেসিডেন্ট ভরত রাজপুত অভিযোগের বিষয়ে বলেন, “গত বছরের ডিসেম্বরে ‘কালারস’ টেলিভিশন চ্যানেলে ‘বিগ বস’ অনুষ্ঠানের একটি পর্বে শাহরুখ খান ও সালমান খানকে দেখা যায়।
সেখানে তারা একটি কালীমন্দিরে পায়ে জুতো পরে অবস্থান করছিলেন।” এ বিষয়ে মিরাটের জেলা ম্যাজিস্ট্রেটকে একটি লিখিত অভিযোগ এবং ‘কালারস’ কর্তৃপক্ষকেও ইমেইল করা হয়েছে বলে জানান রাজপুত।
রাজপুত আরো জানান, ‘মন্দিরে জুতো পায়ে নিয়ে প্রবেশ করার বিষয়টি মানুষের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করে। এ বিষয়ে অবহিত করার পর চ্যানেল বা পুলিশ যখন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তখনই চ্যানেলের বিরুদ্ধে এবং সেই সঙ্গে সালমান ও শাহরুখের বিরুদ্ধে অভিযোগ জ্ঞাপন করা হয়েছে আদালতে।’
আগামীকাল ১৮ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন