নতুন ভিসা পাওয়া সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের বিশেষ ভাড়া

যারা প্রথমবার সৌদি আরব ও মালয়েশিয়ায় কাজ করতে যাবেন তাদের জন্য বিশেষ ভাড়া সুবিধা নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ থেকে প্রথমবার সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীরা শুধুমাত্র একমুখী যাত্রার ক্ষেত্রে এ সুবিধা পাবেন।
১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ সুবিধা চলবে ৩০ জুন পর্যন্ত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে এ বছরের আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ব্যতীত) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫ থেকে ১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করা করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এসব গন্তব্যে গমনেচ্ছু বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বর্ণিত হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে। তবে ওমরাহ, ফ্যামিলি ভিজিট বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে না।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও শফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, অভিবাসন খরচ কমাতে সরকারের চেষ্টার অংশ হিসেবে বিমান এই উদ্যোগ নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ ইসলাম: সরকারের উচিত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সরকারের উচিত আওয়ামীবিস্তারিত পড়ুন

তামিমকে নিয়ে যা বললেন দেশ-বিদেশের ক্রিকেটাররা
সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্তবিস্তারিত পড়ুন

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনাবিস্তারিত পড়ুন