নবীন এক্সপোর্টারদের নিয়ে এক্সপোর্ট সেবার বিজনেস মিটআপ

এক্সপোর্ট সেবার উদ্যোগে আয়োজিত হয়েছে নবীন এক্সপোর্টারদের বিজনেস মিটআপ। শুক্রবার (২৮ জুন) রাজধানীর বনশ্রী এলাকায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত হয় এই মিটআপ।
এক্সপোর্ট সেবা এবং ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি যৌথভাবে আয়োজন করে এই মিটআপ। মিটআপে সমগ্র বাংলাদেশ থেকে শতাধিক নবীন এক্সপোর্টার উপস্থিত ছিলেন। এছাড়াও এক্সপোর্ট সেবার ফাউন্ডার ও কো-ফাউন্ডাররা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিকেল ৪ টায় শুরু হয় মিটআপের কার্যক্রম। মিটআপ অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সপোর্ট সেবার পরিচালক শাহিদুজ্জামান শোভন। সদস্যদের রেজিস্ট্রেশনের পর স্বাগত বক্তব্য দেন এক্সপোর্ট সেবার পরিচালক ডি এম মওদুদ আলম সিদ্দিক এবং মূল প্রবন্ধ পাঠ করেন এক্সপোর্ট সেবার ফাউন্ডার জাহিদ হোসাইন। এরপর পরিচয়পর্বে মেম্বাররা তাদের পরিচয় ও নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান এবং এক্সপোর্ট জার্নি বিষয়ে মতবিনিময় করেন। এসময় মেম্বাররা এক্সপোর্ট সেবার সাথে তাদের স্মৃতি এবং প্রত্যাশাগুলো তুলে ধরেন এবং একইসাথে পরবর্তীতে আরও বড় পরিসরে মিটআপ আয়োজনের দাবী জানান।
একে অপরের মধ্যে নেটওয়ার্কিং বাড়ানো এবং নতুন নতুন বিজনেস অপারচুনিটি তৈরি করার লক্ষ্যে মিটআপ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। উল্লেখ্য, এক্সপোর্ট সেবা দীর্ঘ দিন ধরে নতুন নতুন রপ্তানিকারক তৈরিতে এবং দেশের রপ্তানি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন