নব-নির্বাচিত চেয়ারম্যান তিন দিনের রিমান্ডে

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগের নব-নির্বাচিত চেয়ারম্যান সুষেন সেনকে তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছে গোপালগঞ্জ আদালত।
এ ঘটনায় আজ বুধবার ভোরে টুঙ্গিপাড়া থানায় তিন শতাধিক লোককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফারজানা আক্তারের আদালতে সুষেন সেনসহ ১০ জনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক সুষেন সেনকে তিন দিনের পুলিশি রিমান্ডে ও বাকি ৯ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এদিকে পুলিশের ওপর হামলায় ঘটনায় বুধবার ভোরে সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশিদুজ্জামান বাদী হয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান সুষেন সেন ও টুঙ্গীপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষক লিটন বাড়ৈসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনশজনকে আসামি করে মামলা দায়ের করেন।
টুঙ্গীপাড়া থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হক জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গীপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাচনী সামগ্রী নিয়ে পুলিশের একটি গাড়ি উপজেলা সদরে যাচ্ছিল। এ সময় গোপালপুর বাজারে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা করে স্থানীয়রা। এতে পুলিশের এসআই গণেশ বিশ্বাস মারাত্মক আহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন