বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নভেম্বরের শেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন

মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম বেতন কাঠামোর (পে-স্কেল)গেজেট নভেম্বরের শুরুতে প্রকাশের পর কার্যকর করার কথা ছিল। কিস্তু তা এখনো করতে পারেনি অর্থ মন্ত্রণালয়।

আগামীকাল রোববার বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পরে গেজেট প্রকাশের বিষয়টি চুড়ান্ত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নভেম্বরের শেষ দিকে এই প্রজ্ঞাপন জারি হতে পারে। সে ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ডিসেম্বর বা জানুয়ারিতে নতুন কাঠামোয় বেতন পাবেন।

তবে প্রজ্ঞাপন যখনই প্রকাশিত না কেন, গত জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার‌্যকর হবে বলে আগেই সিদ্ধান্ত হয়ে আছে।

বেতন কাঠামো মন্ত্রিসভা অনুমোদন দেয়ার পরও প্রজ্ঞাপন প্রকাশে বিলম্বের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। অন্যদিকে প্রশাসনে কর্মচারীরা টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনে আছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৃচিসহ প্রশাসনের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা।

অষ্টম বেতন কাঠামো নিয়ে ক্ষুব্ধ স্বয়ং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো বেতন কাঠামোসংক্রান্ত নথি ফেরত চেয়েছেন অর্থমন্ত্রী।

গত ৭ সেপ্টেম্বর এই বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোতে নিজেদের অবমূল্যায়নের অভিযোগে আন্দোলনে নামেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের বেতনবৈষম্যের অভিযোগ তুলে প্রকৃচিসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও মাঠে নেমেছেন।

বেতনবৈষম্য দূরীকরণ বিষয়ে গঠিত মন্ত্রিসভা কমিটি ইতিমধ্যে পুনর্গঠন করা হয়েছে। কাল রোববার কমিটি বৈঠকে বসছে।

অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান, মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়টি বিবেচনায় রেখে অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করতে দেরি হচ্ছে। এ ছাড়া অর্থমন্ত্রীর বিদেশ সফরের বিষয়টিও একটি কারণ।

তবে অর্থ বিভাগের সচিব মাহবুব আহমেদ বলেন, আগামীকাল কমিটির বৈঠকের সঙ্গে প্রজ্ঞাপনের কোনো সম্পর্ক নেই। নভেম্বরের শেষে প্রজ্ঞাপন জারি হতে পারে।

মাহবুব আহমেদ বলেন, যদি মন্ত্রণালয় কাজ করতে না পারে সে ক্ষেত্রে ডিসেম্বর মাসে গেজেট প্রকাশ করা হবে। আর সে ক্ষেত্রে নতুন বেতন হবে জানুয়ারিতে।

গত ৭ সেপ্টেম্বর অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত) ও সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের মতো ২০টি গ্রেড বহাল রাখা হলেও টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেয়া হয়েছে এতে।

নতুন বেতন কাঠামোয় বিলুপ্ত করা হয়েছে শ্রেণীপ্রথা। কর্মকর্তা-কর্মচারীরা এখন গ্রেড দিয়ে পরিচিত হবেন। চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী ২০ গ্রেডের কর্মচারী হিসেবে পরিচিত হবেন।

নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়েছে ‘বাংলা নববর্ষ ভাতা’। মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকাটাইমস

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত