নাগরিকদের যৌনজীবন নিয়ে গবেষণা করবে সুইডেন
জনগণের যৌনজীবনের অবস্থা নিয়ে জরিপ চালানোর উদ্যোগ নিয়েছে সুইডিশ সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্যাব্রিয়েল উইকস্ট্রম শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি সুইডেনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সুইডিশরা স্বাভাবিকের চেয়ে কম যৌনমিলন করছে। এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে গবেষণা চালানোর উদ্যোগ নেওয়া হয়।
সর্বশেষ ২০ বছর আগে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির নাগরিকদের যৌনাভ্যাস নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে গবেষণা চালানো হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী গ্যাব্রিয়েল উইকস্ট্রম জানিয়েছেন, নতুন করে আরেকটি জরিপ চালানোর সময় চলে এসেছে। ২০১৯ সালের মধ্যে এই জরিপ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। গণমাধ্যমে সুইডিশ জনগণের যৌনাভ্যাস পরিবর্তনের যে কথা বলা হয়েছে, সেটি সত্য কি না তা যাচাইয়ের জন্যই এ গবেষণা চালানো হবে।
‘দাগেনস নাইহিটার’ নামে স্থানীয় একটি দৈনিকে লেখা নিবন্ধে উইকস্ট্রম বলেন, ‘বিষয়টি সত্য কি না তা যাচাই করা এবং এর কারণ অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ। যদি মানসিক চাপ কিংবা অন্যান্য স্বাস্থ্যগত কারণে সুইডিশদের যৌনজীবনে কোনো প্রভাব পড়ে, তাহলে এটাও রাজনৈতিক সমস্যা।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন