নাশকতার দুই মামলায় রিজভীকে গ্রেপ্তারের নির্দেশ
রাজধানীর মতিঝিল ও খিলগাঁও থানার নাশকতার দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
আদালতে আজ দুটি মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রিজভী আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন নাকচ করে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বিচারক একই সঙ্গে আগামী ১৮ সেপ্টেম্বর এ মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল এ বিষয়ে সাংবাদিকদের জানান, মতিঝিল থানা মামলায় রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মতিঝিল থানার মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ নভেম্বর মতিঝিল থানা এলাকায় হরতাল-অবরোধ চলাকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেন। এ ঘটনায় ঘটনার দিন মামলা করে মতিঝিল থানা পুলিশ।
পরে একই বছরের ১০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, হান্নান শাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৯২ জনের বিরুদ্ধে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান অভিযোগপত্র দাখিল করেন।
খিলগাঁও থানার মামলাটি গত বছরের জানুয়ারিতে দায়ের করা হয়। চলতি বছরের জানুয়ারিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন