নাসিরনগরে হামলাকারীকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দিরে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ। সোমবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ এই ঘোষণা দিয়েছে। নাসিরনগরে মাইকিং করে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এই ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।
ফেসবুকে বিতর্কিত একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর পাঁচ দিন পর গত বৃহস্পতিবার গভীর রাতে কয়েকটি হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া গতকালও একটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। তবে সরকার বলছে, ঘটনার সঙ্গে যে কেউ জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে এই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
শীতে যেসব খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে
শীতে ঠিক কোন-কোন নিয়ম মেনে চললে সন্তান দ্রুত সেরে উঠবে?বিস্তারিত পড়ুন
বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেনবিস্তারিত পড়ুন
বাগেরহাটে চাষ হচ্ছে ‘নেদারল্যান্ডের লিলিয়াম’
দেশের মাটিতে নতুন সংযোজন লিলিয়াম ফুল। এটি শীতপ্রধান দেশের হলেওবিস্তারিত পড়ুন