নায়িকারা দাম বাড়াচ্ছেন
মুম্বাই সিনেপাড়ায় দীর্ঘদিন ধরেই অভিনেতাদের চেয়ে কম পারশ্রমিক পাওয়ার অভিযোগ করে আসছিলেন অভিনেত্রীরা। তবে এবার বোধহয় দিন বদলাতে যাচ্ছে। ‘পিকু’ আর ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর মতো নায়িকানির্ভর সিনেমার সাফল্যের পর দিপিকা পাড়ুকোণ এবং কাঙ্গানা রানাওয়াত পারিশ্রমিক বাড়িয়ে দিচ্ছেন বলেই শোনা যাচ্ছে।
ভারতীয় দৈনিক ডেকান ক্রনিকালস এক সূত্রের বরাত দিয়ে বলছে, দিপিকা এবং কাঙ্গানা তাদের ব্যবস্থাপকদের বলেছেন, তাদের পারিশ্রমিক বাড়িয়ে দিতে। এখন থেকে এই অভিনেত্রীরা নিজেরাই ঠিক করবেন তাদের পারিশ্রমিক আর প্রযোজকদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই বলেই জানা গেছে। সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ মুক্তির ১৩ দিনেই বিশ্বব্যাপি আয় করে নেয় ১০০ কোটি রুপি। প্রথম তিন দিনে ৩৮ কোটি রুপি আয় করে আনন্দ এল রাইয়ের ‘তানু ওযেডস মানু রিটার্নস’ও সে পথেই এগুচ্ছে বেশ দ্রুত গতিতে।
কাঙ্গানার ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “ ‘পিকু’ এবং ‘তানু ওয়েডস মানু রিটার্নস’- দুটো সিনেমাই নায়কদের সাহায্য ছাড়াই দারুন ব্যবসা করতে সক্ষম হয়েছে। ইন্ডাস্ট্রিতে দিন বদলেরই ইঙ্গিত দেয় এটি। কাঙ্গানা এবং দিপিকাই হলেন হিন্দি সিনে জগতের সেই দুই নায়িকা, যারা নিজেদের পারিশ্রমিক নিজেরাই হাঁকতে পারেন এবং কোন নির্মাতার সঙ্গে কাজ করবেন- সেটার সিদ্ধান্ত নিতে পারেন। এটা আরও প্রমাণ করে যে, সিনেমার সাফল্যের জন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সাহায্য দারকার হয় না; ভাল গল্প আর শক্তিশালী নারী চরিত্র থাকলেই চলে।”
ইন্টারন্যাশনল বিজনেস টাইস ইন্ডিয়া বলছে, হিন্দি সিনেপাড়ায় এই পরিবর্তন নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন