নায়িকা আঁচল অভিনয় না জানায় ঝরে পড়ছেন !
বড় পর্দার নায়িকা আঁচল বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও নতুন কোনো ছবিতে ডাক পাচ্ছেন না। এমন কি চুক্তিবদ্ধ হওয়া ছবি থেকে বাদ পড়ছেন। নায়িকা আঁচলের অভিনয় না জানার কারণেই এমনটা হচ্ছে বলে জানিয়েছেন প্রযোজকরা। কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক বলেন, ‘নায়িকা সঙ্কটের কারণে আঁচলকে নিয়ে বেশকিছু ছবি আমরা নির্মাণ করেছি। প্রথম প্রথম নতুন নায়িকা হিসেবে দর্শকরা তাকে দেখতে আসলেও অভিনয় না জানার কারণে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে।’
এসব কারণেই নতুন কোনো ছবিতে তেমন ডাক পড়ছে না আঁচলের। আপাতত বেকার সময় কাটাচ্ছেন তিনি। এদিকে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবিতে আঁচলের অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে তাকে।
উল্লেখ্য, ২০১১ সালে ‘ভুল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় অভিনেত্রী আঁচলের। একই বছর মুক্তি পায় তার ‘বেইলি রোড’ নামে আরও একটি ছবি। এরপর একের পর এক বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন আঁচল। জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, ফাঁদ-দ্যা ট্র্যাপ, কিস্তিমাতসহ বেশকিছু ছবি ব্যবসায়িক সফলতাও পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন