শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নায়েক রাজ্জাককে ফেরত দিচ্ছে মিয়ানমার

কোনো শর্ত ছাড়াই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে রাজী হয়েছে মিয়ানমার। এর আগে তাকে ফেরত দেওয়ার জন্য মিয়ানমারে আটক ৫৫৫ জন মালয়েশিয়াগামী অভিবাসীকে ফেরত আনার শর্ত দিয়েছিল দেশটি। এরপর কোনো শর্ত ছাড়াই মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে রাজি হয়েছে বলে সোমবার রাতে সমকালকে নিশ্চিত করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

এরআগে সোমবার দিনে বিজিপির ২ নম্বর ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট তিন কো কোর সঙ্গে এ বিষয়ে বিজিবির ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু জার আল জাহিদ আলাপ করেন। আলাপকালে বিজিপি অধিনায়ক রাজ্জাকের সঙ্গে মিয়ানমারে আটক ৫৫৫ অভিবাসীকে ফিরিয়ে আনার শর্ত দেন। অবৈধভাবে মালয়েশিয়াগামী ওই ৫৫৫ জন বাংলাদেশি বলে দাবি করছে মিয়ানমার। বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমা থেকে বিভিন্ন সময় তাদের আটক করা হয়।

তবে বাংলাদেশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে, যাচাই-বাছাই ছাড়া তাদের ফেরত আনা হবে না। আর রাজ্জাকের ঘটনার সঙ্গে ‘অভিবাসন প্রত্যাশীদের’ফিরিয়ে আনার কোনো সম্পর্ক নেই। সোমবার বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের কথপোকথনে এ ব্যাপারে আলোচনা হয়। এরপর আলোচনার সারসংক্ষেপ পররাষ্ট্র,স্বরাষ্ট্রসহ সরকারের দায়িত্বশীল পর্যায়ে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সমকালকে বলেন, ‘মিয়ানমারের বক্তব্যের ব্যাপারে সরকার ওয়াকিবহাল।’

টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ সমকালকে বলেন,’মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সোমবার যোগাযোগ হয়েছে। ৫৫৫ জন অভিবাসন প্রত্যাশীর সঙ্গে তারা নায়েক রাজ্জাককে ফিরিয়ে দিতে চায়। পতাকা বৈঠকের স্থানও তারা জানিয়েছে। তবে আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে-যাচাইয়ের পর যদি প্রমাণিত হয় ৫৫৫ জন বাংলাদেশি তবেই তাদের ফেরত আনা হবে। নায়েক রাজ্জাককে ফেরত দেওয়া আর অভিবাসন প্রত্যাশীদের ফেরত আনার ইস্যু এক নয়-এটা সম্পূর্ণভাবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,’বিজিবি সদস্যকে ফিরিয়ে এনে পরিবারকে না দেওয়া পর্যন্ত উদ্বিগ্ন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কূটনৈতিকভাবে যোগাযোগ করছে। আশা করি, যে কোনো সময় তাকে ফিরিয়ে আনা যাবে।’

গত ১৭ জুন সকালে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় দুটি নৌকায় তল্লাশি চালায় টহল বিজিবির একটি দল। এ সময় বিজিপি পূর্ব দিক থেকে একটি ট্রলারে এসে বিজিবির টহল দলের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে বিজিবির সিপাহি বিপ্লব কুমার (২১) গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে আহত বিপ্লব কুমারকে নিয়ে বিজিবি দল নিরাপদে চলে এলেও অপর সদস্য নায়েক আবদুর রাজ্জাককে তুলে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী।

গত পাঁচ দিনেও নায়েক রাজ্জাককে ফেরত দেয়নি মিয়ানমার। একাধিকবার পতাকা বৈঠকে বসার কথা বলে তারা তা বাতিল করে। এরই মধ্যে বিজিপির ফেসবুক পেজে নায়েক রাজ্জাকের দুটি ছবি প্রকাশ করা হয়, যাতে তাকে রক্তাক্ত অবস্থায় হাতকড়া পরানো অবস্থায় দেখা যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা, জানালেন আখতার

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলেবিস্তারিত পড়ুন

সাইবার বুলিংয়ের অভিযোগে সারজিস আলমের মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগে দুটিবিস্তারিত পড়ুন

হাসনাত: গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে, সেই খবর আমাদের কাছে আছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গ্রেপ্তারের পর কেবিস্তারিত পড়ুন

  • আসিফ মাহমুদ: সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত
  • ‘এক ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না’
  • নাহিদ: ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আরেক এক-এগারোর ইঙ্গিত
  • রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
  • জিএম কাদের: জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার
  • সুন্দরবনে থামছে না হরিণ শিকার
  • ৭ দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা
  • ভরিতে এবার প্রায় দুই হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম
  • ঝোপের ভেতর পড়ে ছিল ‘নারীর’ পোড়া লাশ
  • আবারও এপিবিএন অফিসারের ফোনে হামলার হুমকি, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার
  • মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
  • ‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান