নিখোঁজের দু’দিন পর বাড়িতে মিলল শিশুর লাশ
নিখোঁজের দু’দিন পর বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করা হল শিশু ইমরানের (৩) লাশ। বাবা কাশেম মিয়া তাকে হত্যার পর বাড়িতেই মাটি খুঁড়ে লাশ পুঁতে রেখেছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটায়া ভাঙ্গা জুনাইল গ্রামের। শনিবার দুপুর ২টায় শিশু ইমরানের লাশ উদ্ধারের পর উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল শিশু ইমরান। এর পর তার মা থানায় লিখিত অভিযোগ করলে শুক্রবার তার বাবাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে কাশেম মিয়া স্বীকার করেন যে, তিনি শিশুপুত্র ইমরানকে হত্যা করেছেন। পরে পুলিশ বাড়ি গিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।
ওসি মামুন জানান, আসামি কাশেমকে কোর্টে চালান দেওয়া হয়েছে। পরিবার শিগগির হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে রাখালবিস্তারিত পড়ুন

পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ২৭ বস্তা টাকা
কিশোরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে ২৭বিস্তারিত পড়ুন

ট্রেনের টিকেটে অতিরিক্ত মূল্য, বুকিং সহকারীকে অব্যাহতি
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকেটে অতিরিক্ত টাকাবিস্তারিত পড়ুন