বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিবন্ধিত দলের বাইরে কাউকে সংলাপে ডাকবে না ইসি

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এই সংলাপে নিবন্ধিত ৪০ টি রাজনৈতিক দল ছাড়া অন্য কারোর অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি সূত্রে জানা যায়, সম্প্রতি ইসির নিবন্ধনের বাইরে থাকা নিবন্ধন প্রত্যাশী কয়েকটি রাজনৈতিক দল কমিশনের সংলাপে অংশগ্রহণ করার জন্য ইসিতে যোগাযোগ করছে।প্রতিবেদন পরিবর্তন ডটকমের সৌজন্যে প্রকাশিত।

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত করার জন্যই এই সংলাপের আয়োজন করছে নির্বাচন আয়োজনকারী প্রতিষ্ঠানটি। আর এজন্য সংলাপের দরজা বন্ধ করবে না কমিশন। তবে এ সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের নাম ইসির নিবন্ধনের তালিকায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, নিবন্ধনের বাইরের কোনো দলের সংলাপে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। কমিশনের নিবন্ধনে ৪০ টি দল আছে। এর বাইরের কাউকে আমরা চিনি না।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইতোমধ্যেই কমিশনে আবেদন করেছে। কমিশনের পক্ষ থেকে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হবে। ইসির আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার আগে কেউ আবেদন করলে সেটিও গ্রহণ করবে না কমিশন।

এরই মধ্যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল), বাংলাদেশ জালালী পার্টি (বিজেপি) সহ কয়েকটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে- এ বিষয়ে জানতে চাইলে ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তি দেওয়ার আগে কেউ আবেদন করলে তা গ্রহণ করা হবে না। এখন কেউ নিবন্ধনের জন্য আবেদন করলেও বিজ্ঞপ্তি দেওয়ার পর তাদেরকে নতুন করে আবেদন করতে হবে।

ইসি সূত্র জানায়, আগামী ৩০ জুলাই থেকে সংলাপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

এরইমধ্যে ইসিতে নির্বাচনী আমেজ চলে এসেছে। বিদেশি কূটনৈতিকদের আনাগোনাও বাড়ছে নির্বাচনকে কেন্দ্র করে। গত ২০ জুন ইউএনের রেসিডেন্ট কো অর্ডিনেটর রবার্ট ডি ওয়ার্ট কিনসের নেতৃত্বে প্রায় ২০ জন প্রতিনিধি, ১১ জুন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, ৬ জুন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ৩১ মে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট, ১৮ মে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাক্ষাৎ করেন।

গত ১২ মার্চ নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকের ও সুইডেন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল সিইসির সঙ্গে বৈঠক করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না

পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিকবিস্তারিত পড়ুন

বুধবার ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতেবিস্তারিত পড়ুন

৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল

৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারিবিস্তারিত পড়ুন

  • নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন যিনি
  • ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
  • ধানমন্ডিতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই
  • চালের আমদানি শুল্ক মওকুফের সুপারিশ
  • নাহিদ: বিজয় অর্জন না হলে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে রেখেছিলাম
  • জামায়াত আমির: ভোটের ময়দানে ফিরে আসার নৈতিক অধিকার নেই আওয়ামী লীগের
  • গাজায় এক বছরের যুদ্ধে ৪৩,০০০ ফিলিস্তিনি নিহত
  • প্রথমবারের মতো জনসভায় বিজয়
  • পটুয়াখালীতে নুরের পক্ষে সাংগঠনিক কার্যক্রম চালাতে বিএনপির নির্দেশ
  • শিল্প কারখানায় ফের গ্যাস সংযোগের সম্ভাবনা, সুখবর নেই গৃহস্থালিতে
  • কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের পাসপোর্ট বাতিল হচ্ছে
  • প্রধান উপদেষ্টার প্রেস উইং: কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার