চীনের প্রেসিডেন্টের সফর
নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় স্মৃতিসৌধ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সাভারে।
আগামী শনিবার সকালে শি জিনপিং জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে সাভারে যাবেন। এর আগে আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পৌঁছবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর আগমনের মধ্য দিয়ে ৩০ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান সাফিউর রহমান জানান, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে শনিবার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে যাবেন শি জিনপিং। তাঁর এ সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা।
এসপি আরো জানান, সকাল ৯টায় স্মৃতিসৌধে পৌঁছবেন শি জিনপিং। এর পর তাঁকে জানানো হবে সশস্ত্র সম্মান। এ সময় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন তিনি। পরে স্মৃতিসৌধে একটি উদয়পদ্ম গাছের চারা রোপণ করবেন।
এ উপলক্ষে ৯ অক্টোবর থেকে স্মৃতিসৌধ জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। চলছে সাজসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা ধরনের প্রস্তুতি।
সড়কপথে শি জিনপিংয়ের সাভার সফরের সময় নিরাপত্তার কারণে তাঁর যাতায়াতের পথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান ঢাকা জেলার এসপি।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন
জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন