শুটিং সন্দেশ
নির্যাতনের দৃশ্যে পরী মণি

একটি চাকার সঙ্গে বেঁধে বারবার পানিতে চুবানো হচ্ছে নায়িকা পরী মণিকে। আর এই কাজটি করছেন খলানয়কের চরিত্রে অভিনয় করা অমিত হাসান। নির্যাতন কেন্দ্রের এমন এক দৃশ্যেরই শুটিং চলছে বিএফডিসিতে। ওয়াজেদ আলী সুমন পরিচালিক ‘রক্ত’ ছবির এই শুটিং দৃশ্যের জন্য নয়দিন ধরে তৈরি হয়েছে এই নির্যাতন কেন্দ্র। আর এই সেট তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৮ লাখ টাকা। এমনটাই জানালেন ছবির পরিচালক সুমন।
আজ শনিবারের এই শুটিংয়ে অংশ নিয়েছেন অমিত হাসান, পরী সহ ছবির অন্য কলাকুশলীরা। শুটিংয়ের দৃশ্যে দেখা যায়, একটি গভীর নলকূপে একটি বড় চাকা বসানো হয়েছে। এতে পরীকে বেঁধে রাখা হয়েছে। পানির ভেতর দিয়ে বারবার ঘুরানো হচ্ছে চাকাটিকে। আর এতে প্রচুর পানি খাচ্ছেন পরী মণি।
দৃশ্যটি সম্পর্কে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘এটি একটি টর্চার সেল। ভিলেনরা পরীকে এখানে ধরে এনেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে অনেক ঝুঁকি নিয়ে পরী কাজটি করছে। আসলে এর আগেও এই ছবির জন্য সে অনেক কষ্ট করেছে, ভারতে শুটিংয়ের সময় দিনের পর দিন পানিতে দাঁড়িয়ে, রোদে পুড়ে শুটিং করেছে। সেখানে শুটিং করতে করতে তার জ্বর হয়েছিল, সেই জ্বর নিয়েই সে শুটিং করেছে। আমি একজন নির্মাতা হিসেবে মনে করি এ ধরনের আগ্রহ একজন শিল্পীকে যেমন সম্মানিত করে, তেমনি একটি চলচ্চিত্রকে পূর্ণতা পেতে সহযোগিতা করে। আমরা আশা করি ছবিটি পরীর জীবনের একটি স্মরণীয় চলচ্চিত্র হবে।’
ব্যয়বহুল এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন নবাগত রোশন। এ ছাড়া আরো অভিনয় করছেন আশীষ বিদ্যার্থীসহ আরো অনেকে। আগামী ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু শুটিং এখনো বাকি থাকায় তা আর হচ্ছে না। তবে পরীর আরেকটি ছবি ‘আপন মানুষ’ এই ঈদে মুক্তি পেতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন