নিষিদ্ধ হলেন মাহি জাজ মাল্টিমিডিয়া থেকে
এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিকে নিয়ে সরগরম চলচ্চিত্রাঙ্গন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে নিষিদ্ধ হওয়াসহ বিভিন্ন বিষয়ে বিব্রত এই অভিনেত্রী। তবে ক্যারিয়ারের জন্য এগুলোকে হুমকি বলে মনে করছেন না মাহিয়া মাহি। মাহিয়া মাহির অভিষেক ঘটে ২০১২ সালে, ভালোবার রং চলচ্চিত্রের মাধ্যমে। তিন বছরে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এগারোটি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
এ বছরের এপ্রিল মাসে জাজ নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করে নায়িকা হিসেবে। আর এর পর থেকেই প্রশ্ন উঠতে থাকে মাহি কী জাজের ছবিতে কাজ করতে পারবেন কিনা? রোববার মাহিকে জাজ মাল্টিমিডিয়া থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এরই মধ্যে পুলিশগিরি ছবি থেকে বাদ দেয়া হয়েছে মাহিকে। সেখানে অভিনয় করবেন নুসরাত ফারিয়া বলে জানান চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির। তবে এসব আলোচনা সমালোচনাকে আমলেই নিচ্ছেন না মাহি।
তবে মাহিকে নিয়ে কাজ করার অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভার্সেটাইল মিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একাধিক ছবিতে অভিনয় করবেন মাহি। শিগগিরই নতুন ছবির শুটিং শুরু করবেন এই অভিনেত্রী। মাহির কাজই বলে দেবে তিনি চলচ্চিত্রে টিকতে পারবেন কি না।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন