‘নিয়তি’ ছবির প্রচারনায় ব্যস্ত শুভ

‘নিয়তি’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নায়ক আরিফিন শুভ। আগে কলকাতায় মুক্তি পেলেও তাঁর অভিনীত ছবিটি ১২ আগস্ট মুক্তি পাচ্ছে বাংলাদেশে। জাকির হোসেন রাজুর পরিচালনায় এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জলি।
শুভ গণমাধ্যমকে বলেন, “১ আগস্ট রাতে ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। তার পর থেকেই ‘নিয়তি’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটছে। ঘুম থেকে উঠেই সারা দিন বিভিন্ন গণমাধ্যমে সময় দিচ্ছি। এরই মধ্যে সাতটি টিভি চ্যানেলে সময় দিয়েছি। বেশ কয়েকটি পত্রিকায় ফটোশুট করেছি। এখনো বিভিন্ন গণমাধ্যমকে সময় দেওয়া আছে, তাদের সঙ্গে সময় কাটছে। সামনে আরো কিছু কর্মসূচি রয়েছে। আর ফেসবুকে তো বড় পরিসরে ছবিটির প্রচার চলছেই। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলব।’
ছবিটি কেন দেখবে দর্শক জানতে চাইলে শুভ বলেন, ‘দর্শক ভালো ছবি হলে বসে দেখতে চায়। এরই প্রমাণ গত ঈদের ছবি। দর্শক এখন হলে আসছে, আমাদের উচিত ভালো ছবি দিয়ে দর্শক ধরে রাখা। এই ছবিটি দর্শক দেখবে কারণ এটি ভালো গল্পের, ভালো পরিচালকের, ভালো মেটিংয়ের একটি ছবি। যে ছবি দেখার জন্য দর্শক আসলে সিনেমা হলে আসেন, সেই মানের একটি ছবি ‘নিয়তি’, আর এ কথা আমি কেবল নিজের ছবি দেখে বলছি না। এ ধরনের ছবি দর্শক ধরে রাখবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন