নূর হোসেনকে ফেরাতে আদেশের অপেক্ষায় পুলিশ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশে যখন উন্নয়ন হচ্ছে, আমরা যখন এগিয়ে যাচ্ছি তখনই নানান ধরনের পায়তারা হচ্ছে, দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু যতোই পায়তারা করুন না কেন আমরা প্রস্তুত আছি।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে বা যারাই ষড়যন্ত্র করুন না কেন আমরা আপনাদের চিহ্নিত করবো। বিচারের দোরগোড়ায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। সব ধরনের ঘটনার রহস্য উদঘাটন আপনাদের (জনগণ) আমরা জানাবো।’
আমাদের দেশে জঙ্গি নেই উল্লেখ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র নয়। আমরা জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশয় দেই না। আমাদের দেশ জঙ্গিদের দেশ নয়, সন্ত্রাসীদের দেশ নয়। এদেশে সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো স্থান নেই। বাংলাদেশ শান্তি প্রিয় দেশ। এদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়।’
বিদেশি দুই নাগরিক হত্যার রহস্য উদঘাটিত হয়েছে কি না সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জজ মিয়া নাটক সাজাতে চাই না, আমরা জজ মিয়া নাটক সাজাবো না। সবই জানাবো অপেক্ষা করুন।’
নূর হোসনকে কবে দেশে ফিরিয়ে আনো হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে ভারত সরকার আমাদের জানাবে। আমাদের পুলিশ তৈরি আছে। আদেশ এলেই আমরা নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনবো।’
মহানগর সর্বাজননীন পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন
জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন