নেইমারের সমালোচনায় জাভি অতিরিক্ত মদ্যপান করায়
সাবেক ক্লাব সতীর্থ নেইমারের আচরণকে অখেলোয়াড় সুলভ বললেন, বার্সেলোনার সদ্য বিদায়ী তারকা ফুটবলার জাভি হার্নান্দেজ। এ মৌসুমে বার্সার ট্রেবল জয়ের পর ভক্তদের সমর্থনের প্রতি ধন্যবাদ জানাতে আয়োজিত প্যারেডের সময় অতিরিক্ত মদ্যপানের জন্য নেইমারের সমালোচনা করেন জাভি।
দীর্ঘ ১৭ বছর যে ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন, সেই বার্সেলোনার সমর্থকদের প্রতিও যেন বাড়তি শ্রদ্ধা জমানো জাভির মনে। তাই বিদায় বেলায় ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের উপর চটেছেন এই মিডফিল্ডার।
উপলক্ষটা ছিল সমর্থকদের ধন্যবাদ জানানো। আর দলের অন্যান্যরা যখন ট্রফি জয়ের উদযাপনে ব্যস্ত, তখন ভক্তদের অনুগত প্রাণ জাভি তাদের সংযত হতে বলেন। এক পর্যায়ে নেইমারকে ধাক্কাও দেন সাবেক এই বার্সা তারকা।
পরে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সমর্থকদের প্রতি আরও শ্রদ্ধাশীল হবার পরামর্শ দেন জাভি। ভক্তদের সামনে নেইমারের মদ্যপান বিষয়ে জাভি বলেন, এ ধরনের আচরণ ব্রাজিলে গ্রহণযোগ্যতা পেলেও, ইউরোপে বিষয়টা ভিন্ন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন