নেমারের ‘নাইট-আউট’ প্রস্তাবে সাড়া দিলেন না দুই বোন, কিন্তু কেন?
দুই বোনের সঙ্গে নাইট-আউটে যেতে চেয়েছিলেন নেমার। তাঁদের প্রস্তাবও দেন। কিন্তু নেমারের সেই অনুরোধে কর্ণপাত করেননি আরাউজো বোনেরা।
ব্রাজিলে নেমার বড় নাম। তিনি যা চাইবেন, সেটাই পাবেন। এটাই দস্তুর হয়ে গিয়েছে। এটাই নিয়ম। সেই নেইমারকে কি না সটান না বলে দিলেন দুই যমজ বোন। দুই বোনের সঙ্গে নাইট-আউটে যেতে চেয়েছিলেন নেমার। তাঁদের প্রস্তাবও দেন। কিন্তু নেমারের সেই অনুরোধে কর্ণপাত করেননি আরাউজো বোনেরা। তাঁরা আবার মডেল।
গ্যাব্রিয়েলি এবং ভালেস্কা দুই যমজ বোন। অনেকদিন ধরেই দুই বোনকে ইনস্টাগ্রামে ফলো করতেন ব্রাজিলীয় সুপারস্টার। একদিন দুই বোনকে প্রস্তাবই দিয়ে বসেন বার্সেলোনার তারকা। দুই বোন পাত্তাই দেননি নেমারকে। তিনি যে প্রত্যাখ্যাত হবেন, তা কল্পনাও করেননি নেমার।
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন