নোট বাতিলে মমতার ব্যঙ্গ কবিতা
ভারতে পাঁচশ ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তে বেজায় চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা করে আসছিলেন তিনি। সর্বশেষ কবিতার মাধ্যমে নোট বাতিলের ঘটনায় নিজের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এক টুইট বার্তায় প্রকাশিত সেই কবিতা এখন ভাইরাল হয়েছে নেটময়।
মমতার কবিতায় বার বার বিদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তৃণমূল নেত্রী কবিতার মধ্যে সরাসরি কোথাও মোদির নাম নেননি।
এদিকে মমতার এমন আচরণের নিন্দা জানিয়েছে বিজেপি।
কবিতায় মমতার অভিযোগ, আচমকা সিদ্ধান্তে আসলে এক শ্রেণীর মানুষের সুবিধে হয়েছে, আর বিপদে পড়েছে গরিব এবং মধ্যবিত্তরা।
পরোক্ষভাবে মোদিকে ‘স্বৈরাচারী’ বলেও আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী।
তিনি আরও উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে মানুষের লক্ষ্মীর ঝাঁপিও ভাঙতে হয়েছে। মজদুররা বেতন পাচ্ছেন না। পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে গরিবদের ঘরেই কালো টাকা রয়েছে। আর কেউ কেউ ‘মহারাজ’ সাজছেন।
কবিতার শেষ দিকে অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে স্পষ্ট হুশিয়ারি দিয়েছেন মমতা।
‘তিন তালাক’-এর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, এমন জনবিরোধী সিদ্ধান্ত যারা নিয়েছে, আগামী দিনে তাদের প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন