শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পদত্যাগ করলেন লতিফ সিদ্দিকী

হজ ও মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী টানা এক বছর পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রথম দিনই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

৭৫ কার্যদিবস পর মঙ্গলবার দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে যোগ দিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াবেন বলে সপ্তাহখানেক আগেই ঘোষণা দিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী।

দল থেকে বহিষ্কৃত হলেও মঙ্গলবার অধিবেশনে সরকারি দলের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চের ১৪ নম্বর আসনেই বসেছিলেন তিনি।

গত বছর হজ, মহানবী ও প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মন্ত্রিত্ব, দলের সদস্যপদ হারানো লতিফ সিদ্দিকীকে কারাভোগও করতে হয়েছে।

এরপর তার সংসদ সদস্য পদ থাকা-না থাকা নিয়ে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের মধ্যে চিঠি চালাচালি হয়েছে।

এদিকে লতিফ সিদ্দিকীর পদত্যাগের ঘোষণা আসার আগে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউক করেছে বিরোধী দল জাতীয় পার্টি।

অধিবেশনে নিজের বক্তৃতায় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কখনো সুযোগ-সুবিধা নেয়া ও হঠকারিতার দলে ছিলাম না। আমি একজন সাচ্চা মোসলমান, আমি বাঙালি, আমি আওয়ামী লিগার।’

গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করেন তখনকার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ওই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন।

এ নিয়ে পরের দিন বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর দেশে ও দেশের বাইরে সমালোচনার ঝড় বয়ে যায়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও ইসলামিক সংগঠনগুলো লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে বিক্ষোভ করে। দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের মধ্যে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে মোট ২২টি মামলা দায়ের হয়। এর মধ্যে ১৭ মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরে তিনি দেশে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। হাইকোর্টে আবেদন করে লতিফ সিদ্দিকী ছয় মাসের অন্তর্বর্তী জামিনে যান। গত ২৯ জুন তিনি কেন্দ্রীয় কারাগারের অধীনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান।

এদিকে টাঙ্গাইলে প্রভাবশালী কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত মহাজোট সরকারের পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী। শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল