পরকিয়ার জেরে যুবলীগ নেতা খুন
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ার নৈকাঠি গ্রামে পরকিয়ার জেরে মহসিন জমাদ্দার নামে এক যুবলীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাকসুদা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মাকসুদার ঘর থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়।
নিহত মহসিন নৈকাঠি গ্রামের মৃত মোতালেব জমাদ্দারের পুত্র ও সাতুরিয়া ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, মহসিনের সাথে ওই এলাকার মাকসুদা বেগমের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। সোমবার সন্ধ্যায় মহসিন মাকসুদার বাড়িতে যায়। এরপর সে আর ফিরে আসেনি। সকালে মাকসুদার ঘর থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়।
নিহতের গলায় ও হাঁটুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, মহসিনকে মাকসুদা বেগম, তার মেয়ে ও মেয়ে জামাই পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করেছে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন