পরিবারের প্রথম সন্তান অদূরদর্শী হয়!
প্রথম সন্তান শিশুদের পর জন্মগ্রহণকারী ভাইবোনের সাথে প্রায়ই তুলনা করতে দেখা যায়। যার ফলে পরবর্তী জীবনে তাদের মাঝে অদূরদর্শী হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। সম্প্রতি এক গবেষণা থেকে এ সকল তথ্য পাওয়া যায়।
মাতা-পিতারা পরিবারের বড় সন্তানের প্রতি একটু বেশি কঠোর থাকেন। কেননা তারা মনে করেন, তাকে অনুসরণ করে পরিবারের বাকিরা বেড়ে উঠবেন। বিজ্ঞানীদের ধারণা, এতে তাদের মাঝে মিওপিয়া নামের একটি রোগ হবার আশঙ্কা রয়েছে।
ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় লেখক জেরেমি গগেনহেম বলেছেন, গবেষণায় আরও ভাল করতে তারা মিওপিয়া ও পড়াশুনার মাঝে সংযোগ স্থাপন করেন। যে সকল দেশে অনেক অল্পবয়সে পড়াশুনা করানো শুরু করা হয় সে সকল দেশে মিওপিয়ার ঝুঁকি।
অধ্যয়নের জন্য গবেষকেরা ব্রিটেনে ৪০ থেকে ৬৯ বছর বয়সী ৮৯,০০০ মানুষের পরীক্ষা করেন। তারা তাদের জন্মের তারিখ ও দূরদর্শিতা পরীক্ষা করেন। প্রথমে জন্ম নেয়া শিশুরা ১০ শতাংশ বেশি অদূরদর্শী হন এবং অন্যদের তুলনায় ২০ শতাংশ বেশি অদূরদর্শী হন।
আবার বিয়ের অনেক সময় পরে বাচ্চা জন্ম দিলে তাদের মাঝে এই ধরণের সমস্যা দেখা যায়। এক্ষেত্রে ২৫ শতাংশ ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। জন্মকাল ও জন্মক্রম বাচ্চার বিকাশে অনেক ভূমিকা বহন করে।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন